India & World UpdatesHappeningsBreaking News
গণবিবাহের আগে ৫ কনে অন্তঃসত্ত্বা, বিয়ে বাতিল, বিতর্কে মধ্যপ্রদেশ সরকার
ওয়েটুবরাক, ২৪ এপ্রিল : গণবিবাহ প্রকল্প নিয়ে বড়সড় বিতর্কের মুখে পড়েছে মধ্যপ্রদেশ সরকার। গণবিবাহের আগে কনেরা অন্তঃসত্ত্বা কি না, পরীক্ষা করে দেখা হল। ৫ জনকে অন্তঃসত্ত্বা পাওয়ায় বাতিল করে দেওয়া হল তাঁদের বিয়ে। এই ঘটনা নিয়ে নতুন বিতর্কে মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান ৷ তিনিই এই গণবিবাহ প্রকল্পের সূচনা করেছিলেন। এই প্রকল্পে বিবাহে ইচ্ছুক অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া শ্রেণির তরুণ-তরুণীদের একসঙ্গে জড়ো করে বিয়ের বন্দোবস্ত করে দেয় সরকার। সরকারের খরচে গণবিবাহ সম্পন্ন হয়।
শনিবার মুখ্যমন্ত্রীর উদ্যোগে কন্যা বিবাহ যোজনার আওতায় গণবিবাহের আয়োজন করা হয়েছিল ডিন্ডোরী জেলার গাড়াসরই গ্রামে। ২১৯ জন কন্যা সেই আসরে বিয়ের জন্য নাম নথিভুক্ত করিয়েছিলেন। পাত্রও ঠিক ছিল সকলের জন্য। বিয়ের আগে কনেদের প্রত্যেককে অন্তঃসত্ত্বার পরীক্ষা করানো হয়। দেখা যায়, পাঁচ জন তরুণী অন্তঃসত্ত্বা। তাঁদের বিয়ে বাতিল করে দেওয়া হয়৷
বাতিল হওয়া কনেদের বক্তব্য, বিয়ে স্থির হয়েছে জেনে হবু স্বামীর সঙ্গে তাঁরা থাকতে শুরু করেছিলেন। সেই কারণেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। কিন্তু তার জন্য যে আলাদা করে পরীক্ষা করা হবে, বিয়ে বাতিল হয়ে যাবে, ভাবতে পারেননি।
স্থানীয় গ্রামের পঞ্চায়েত প্রধান বলেছেন, ‘‘অতীতে কখনও এ ভাবে পরীক্ষা করা হয়নি। এটা মহিলাদের অপমান। যাঁদের বিয়ে বাতিল হল, তাঁরা এখন কী করবেন, কোথায় যাবেন?’’
ডিন্ডোরী জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, সাধারণত কনেদের বয়স যাচাই করতে এবং রক্তাল্পতা বা অন্য কোনও অসুস্থতা আছে কি না, তা জানতে পরীক্ষা করা হয়। এ ক্ষেত্রে অন্তঃসত্ত্বার পরীক্ষা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে করা হয়েছে। ওই মহিলাদের বিয়ে বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকারের সংশ্লিষ্ট দফতর।