Barak Updates
অঙ্কিতা দত্তকে বহিষ্কারই করল কংগ্রেস
ওয়েটুবরাক, ২২ এপ্রিল: অবশেষে কংগ্রেস থেকে বহিষ্কৃতই হলেন অসম প্রদেশ যুব কংগ্রেসের তদারককারী সভানেত্রী অঙ্কিতা দত্ত। দলীয় শৃঙ্খলারক্ষা কমিটি জাতীয় যুব কংগ্রেসের সভাপতি বি ভি শ্রীনিবাসের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ দায়ের করা, দলের নিয়ম ও শৃঙ্খলা ভঙ্গ করা, ভাবমূর্তি নষ্ট করার দায়ে ৬ বছরের জন্য অঙ্কিতাকে বহিষ্কার করল। অথচ বহিষ্কারের সিদ্ধান্তের কথা আগেভাগে সংবাদমাধ্যমে বলে দেওয়ায় প্রদেশ কংগ্রেসের কার্যবাহী সভাপতি কমলাক্ষ দে পুরকায়স্থকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। অঙ্কিতা অবশ্য ইতিমধ্যে আদালত তাঁর বক্তব্য নথিভুক্ত করেছেন। দিসপুর থানার অভিযোগ সংক্রান্ত তদন্তে সিআইডির সামনে বক্তব্য জানিয়ে এসেছেন। প্রদেশ কংগ্রেসের বক্তব্য অঙ্কিতা বিজেপি যোগদান করবেন বলেই এই সব নাটক করছেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেন, “অসমকন্যা অঙ্কিতার দায়ের করা শারীরিক নির্যাতনের বিষয়টি নিয়ে কংগ্রেসের তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আমি ভেবেছিলাম এটি কংগ্রেসের আভ্যন্তরীণ বিষয় তাই পুলিশকে অপেক্ষা করতে বলেছিলাম। কিন্তু কংগ্রেস যখন ব্যবস্থা না নিয়ে অঙ্কিতাকে বহিষ্কার করল তখন পুলিশ ও আইন নিজের কাজ করবে।” তিনি আরও বলেন, “অঙ্কিতার বিজেপিতে যোগদান নিয়ে কোনও আলোচনাই হয়নি। আমি বললেই কয়েকজন বাদে বাকি সব কংগ্রেসি বিজেপিতে আসতে তৈরি। কিন্তু বিজেপিতে এত জায়গা নেই।”