Barak UpdatesHappeningsBreaking News
মাতৃভাষা সহ সব শূন্য শিক্ষক পদে নিযুক্তির দাবি জানালো বরাকবঙ্গ
ওয়েটুবরাক, ৭ মার্চ : রাজ্যের সরকারি এবং সরকার পরিচালনাধীন সমস্ত স্তরের বিদ্যালয়গুলোতে মাতৃভাষা বিষয় সহ সব শ্রেণীর শিক্ষক পদে অবিলম্বে নিযুক্তি প্রদান করার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানাল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। দীর্ঘদিন ধরে মাতৃভাষা সহ অন্যান্য শিক্ষক পদ শূন্য থাকার ফলে বিদ্যালয়গুলোতে উপযুক্ত পাঠদানের ক্ষেত্রে যে অন্তরায় তৈরি হয়েছে সে ব্যাপারে গভীর উদ্বেগ ব্যক্ত করে সম্মেলন বলেছে, শিক্ষার মান উন্নয়নের জন্য সরকার যে প্রয়াস চালাচ্ছে সেটা বিদ্যালয়গুলোতে শিক্ষক পদ শূন্য রেখে কোনদিনই কাঙ্খিত সাফল্যের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব হবে না। বিষয়টি নিয়ে আর কালবিলম্ব করা উচিত নয় বলে মত পোষণ করেছে সংগঠন ।
গত রবিবার হাইলাকান্দি বঙ্গভবনে মানিক চক্রবর্তীর পৌরোহিত্যে সম্মেলনের কেন্দ্রীয় কার্যনির্বাহক সমিতির সভায় এ নিয়ে বিস্তারিত আলোচনার পর সরকারের কাছে দাবি উত্থাপন করে বলা হয়েছে, বিভিন্ন স্তরের বিদ্যালয়গুলোতে শিক্ষক পদগুলো দীর্ঘদিন শূন্য অবস্থায় থাকায় স্থায়ী অথবা ভারপ্রাপ্ত প্রধানরা রুটিন মেনে ক্লাস চালাতে হিমশিম খাচ্ছেন ৷ ক্ষতির সম্মুখীন হচ্ছে পড়ুয়ারা। গোটা পরিস্থিতি দেখে উদ্বিগ্ন অভিভাবকরাও। বিষয়টি নিয়ে তিন জেলা প্রশাসনের মাধ্যমে সরকারের কাছে যাবে বলেও স্থির করেছে বরাকবঙ্গ। বিদ্যালয়ে যথাযথ পাঠদানের আবহ তৈরিতে আবশ্যক বিষয়গুলো নিয়ে শিক্ষক এবং ছাত্র সংগঠনগুলোকেও এগিয়ে আসতে সভায় আহ্বান জানানো হয়েছে।
বাংলা মাধ্যমের বিদ্যালয়গুলোর শিক্ষার মাধ্যম বদলানোর বর্তমান সরকারি প্রবণতা অবিলম্বে বন্ধের দাবিও সভা থেকে উত্থাপন করা হয়েছে । বলা হয়েছে, বহুভাষিক অসমে অন্যান্য মাধ্যমের বিদ্যালয়গুলোর সঙ্গে বাংলা মাধ্যমের বিদ্যালয়গুলোও যাতে যথাযথভাবে বিকশিত হতে পারে সেজন্য সরকারের উপযুক্ত পদক্ষেপ গ্রহণ জরুরি । মাধ্যম বদলের প্রবণতায় রাজ্যের বাঙালি জনগোষ্ঠী উদ্বিগ্ন। সব জনগোষ্ঠী ও তার ভাষার বিকাশের পথ ধরেই রাজ্যের সার্বিক সমৃদ্ধি অর্জনের স্বপ্ন সফল হতে পারে মনে করে বরাকবঙ্গ।
সভায় অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হয়েছে। বরাকবঙ্গের তিন জেলা কমিটির নেতৃবৃন্দ ওই আলোচনা গুলোতে অংশ নেন। সভায় স্থির হয়েছে , সংগঠনের আগামী ৪১-তম কেন্দ্রীয় বার্ষিক সাধারণ অধিবেশন ৩০ এপ্রিল দক্ষিণ হাইলাকান্দির কাটলিছড়ায় অনুষ্ঠিত হবে। ওই অধিবেশন আয়োজনের ব্যবস্থাপনায় সংগঠনের কাটলিছড়া আঞ্চলিক সমিতি। তত্ত্বাবধানে থাকবে হাইলাকান্দি জেলা সমিতি ।