NE UpdatesHappeningsBreaking News
সেনাবাহিনীর চাকরিতে পরীক্ষা এখন বাধ্যতামূলক, অনলাইনে নাম লেখানো যাবে ১৫ মার্চ পর্যন্ত
ওয়েটুবরাক, ২৮ ফেব্রুয়ারিঃ সেনাবাহিনীতে লোক নিয়োগের ক্ষেত্রে নিয়মের কিছু পরিবর্তন ঘটানো হয়েছ। এখন আর আগের মতো লোক নিচ্ছে শুনে লাইনে গিয়ে দাঁড়ালেই শারীরিক পরীক্ষা হয়ে যাবে, এমন নয়। এ বছর থেকে চালু হয়েছে নাম লেখানো প্রখা। অর্থাত আগে প্রার্থীকে আড়াইশো টাকা মাশুল দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করাতে হবে। তখনই অনলাইনে জমা করতে হবে বয়স, শিক্ষাগত ইত্যাদি প্রয়োজনীয় নথি। ওই সবের ভিত্তিতে রেজিস্ট্রেশন হয়ে গেলে অনলাইনেই হবে এন্ট্রান্স পরীক্ষা। তাতে যারা কাট অব মার্কের ওপরে নম্বর পাবেন, তাদের পৃথক তালিকা তৈরি হবে। পরে যখনই লোক নিয়োগের পর্যায় আসবে, তখন শূন্য পদের আনুপাতিক হিসেবে ওই তালিকা থেকে পাশ প্রার্থীদের শারীরিক পরীক্ষার জন্য ডাকা হবে।
সোমবার শিলচরে আর্মি রিক্রুটমেন্ট বোর্ডের ডিরেক্টর কর্নেল রাহুল শর্মা এই সব তথ্য দিয়ে জানান, গত 16 ফেব্রুয়ারি থেকে ‘জয়েন ইন্ডিয়ান আর্মি’ ওয়েবসাইটের মাধ্যমে নাম রেজিস্ট্রেশন চলছে। তা চলবে আগামী 15 মার্চ পর্যন্ত। আইটিআই পাশরা বিশেষ পয়েন্ট পাবেন। গুরু্ত্ব দেওয়া হবে ক্রীড়াক্ষেত্রে রাজ্য পর্যায়ে অংশগ্রহণেকারী খেলোয়াড়দের। সাড়ে সতেরো বছর থেকে 21 বছর বয়স পর্যন্তই রেজিস্ট্রেশন করানো যাবে বলে কর্নেল শর্মা জানিয়েছেন। প্রয়োজনে 7996157222 মোবাইল নম্বরে যোগাযোগ করা যেতে পারে৷