Barak UpdatesHappeningsCultureBreaking News

মাতৃভাষা দিবস উদযাপনে শিলচরে দোকানে দোকানে বঙ্গ সাহিত্যের প্রতিনিধি দল

ওয়েটুবরাক, ২৩ ফেব্রুয়ারিঃ দুইদিন ব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করল মঙ্গলবার বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শিলচর শহর আঞ্চলিক সমিতি৷ মঙ্গলবার বঙ্গভবন প্রাঙ্গণে শহিদ বেদীতে পুষ্পার্ঘ নিবেদন করা হয়। বক্তৃতা-কবিতা-সঙ্গীতে ভাষাশহিদদের প্রতি উপস্থিত সবাই শ্রদ্ধা জানান৷

পরে বাংলাভাষার প্রসারে প্রচারপত্র বিতরণ করা হয়৷ শিলচর শহরের উল্লাসকর সরণি থেকে প্রেমতলা হয়ে হাসপাতাল রোড পর্যন্ত প্রতিটি দোকানে এবং পথচারীদের হাতে ওই প্রচারপত্র তুলে দেওয়া হয়। যে সব দোকানের সাইনবোর্ডে বাংলা ছিল না, সেইসব দোকান মালিকদের বুঝিয়ে বলা হয়, তাঁরা যেন সাইনবোর্ডে বাংলা লিখেন। বরাক উপত্যকার সরকারি ভাষা যে বাংলা, তা তাঁদের স্মরণ করিয়ে দেওয়া হয়৷ সব জায়গাতেই অবশ্য ইতিবাচক সাড়া মেলে৷

এ দিনের প্রচারপত্র বিলিতে অংশ নিয়েছেন সীমান্ত ভট্টাচার্য, বিশ্বনাথ ভট্টাচার্য, নিখিল পাল, সুশান্ত সেন, বকুলচন্দ্র নাথ, হৃষীকেশ চক্রবর্তী, বাপী রায়, শিপ্রা সাহা ও বিনায়ক চৌধুরী৷
এঁরা ছাড়াও শ্রদ্ধার্ঘ নিবেদনে উপস্থিত ছিলেন সব্যসাচী পুরকায়স্থ, গৌতমপ্রসাদ দত্ত, ইমাদউদ্দিন বুলবুল, অনিল পাল, সঞ্জীব দেব লস্কর, জয়ন্ত দেবরায়, অমূল্য পাল, মিলনউদ্দিন লস্কর, হাসনা আরা শেলী, শিপ্রা দে ও এ আর লস্কর৷

এর আগে সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাক্কালে এক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়৷ তাতে সঙ্গীত পরিবেশন করে বসন্তের সন্ধ্যারাত মাতিয়ে রাখেন বিখ্যাত লোকশিল্পী দম্পতি গঙ্গাধর মণ্ডল ও তুলিকা মণ্ডল৷ অনিল সরকারের লেখা একুশের গান দিয়ে তাঁরা শুরু করেন৷ শেষ করেন বিভিন্ন গানের কলি দিয়ে মালা গেঁথে৷ ফাঁকে ফাঁকেই উল্লেখ করেন কালিকাপ্রসাদ ভট্টাচার্যের কথা৷ তাঁদের অনুষ্ঠানকে সুচারু করে তুলতে আন্তরিক সহযোগিতা করেন স্থানীয় যন্ত্রশিল্পীরা৷

এর আগে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের নিজস্ব শিল্পীদল৷ নৃত্য পরিবেশন করে সকলকে মুগ্ধ করেন স্থানীয় সংস্থা নিরন্তর-এর শিল্পীরা৷ বঙ্গ সাহিত্যের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গৌতমপ্রসাদ দত্ত একুশের ভাবনায় মূল্যবান বক্তৃতা করেন৷ সংক্ষিপ্ত ভাষণ দেন সংগঠনের শিলচর শহর আঞ্চলিক সমিতির সভাপতি সব্যসাচী পুরকায়স্থ এবং সম্পাদক উত্তমকুমার সাহা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker