NE UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
ভারত-বাংলাদেশ প্রোটোকল রুট হয়ে গঙ্গাবিলাস অসমে
ওয়েটুবরাক, ১৭ ফেব্রুয়ারি: ৩৯ দিনের জলযাত্রার পরে শুক্রবার অসমে পৌঁছালো বিশ্বের দীর্ঘতম রিভার ক্রুজ গঙ্গাবিলাস। ২০২৩ সালের ১৩ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরপ্রদেশের বারাণসী থেকে গঙ্গাবিলাসের যাত্রা শুরু করেন। ভারত-বাংলাদেশ প্রোটোকল রুট হয়ে জাতীয় জলপথ-১ ও ২ দিয়ে উত্তরপ্রদেশ, বিহার, কলকাতা, বাংলাদেশ হয়ে প্রায় ৩২০০ কিলোমিটার রাস্তা অতিক্রম করে গঙ্গাবিলাস ১ মার্চ ডিব্রুগড় পৌঁছবে। প্রথম সফরে সুইজারল্যান্ডের ৩২ জন পর্যটক জাহাজটি বুকিং করেন। শুক্রবার ধুবড়ি পৌঁছানোর পরে এমভি প্রতিমা পর্যটকদের ধুবড়ি বন্দরে নিয়ে যায়। সেখানে তাঁদের সংবর্ধনা দেওয়া হয়। কেন্দ্রীয় জাহাজ, জলপথ ও বন্দর মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, এই দিনটি অসম ও উত্তর-পূর্বের ক্ষেত্রে ঐতিহাসিক। জলপথে যাত্রী ও পণ্য পরিবহণ এবং পর্যটন বিকাশের ক্ষেত্রে গঙ্গাবিলাসের যাত্রা এক উল্লেখযোগ্য ভূমিকা নেবে।