Barak UpdatesHappeningsBreaking News
শনিবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত কর্ণেন্দু ভট্টাচার্যের দেহ রাখা হবে শিলচরের কংগ্রেস কার্যালয় প্রাঙ্গণে
ওয়েটুবরাক, ২৩ ডিসেম্বর : শিলচর জেলা কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি, প্রাক্তন সাংসদ, প্রাক্তন বিধায়ক কর্ণেন্দু ভট্টাচার্যের মৃতদেহ শনিবার ভোর ৫টায় দিল্লি থেকে গুয়াহাটির গোপীনাথ বরদলৈ বিমানবন্দর হয়ে সকাল ৮টায় কুম্ভীরগ্রাম বিমানবন্দরে পৌঁছাবে। বিমানবন্দর থেকে দলীয় কর্মীরা শোভাযাত্রা করে তাঁকে তাঁর মালুগ্রামের বাড়িতে নিয়ে যাবেন৷ সকাল ১০টায় কর্ণেন্দু ভট্টাচার্যের পার্থিব শরীর নিয়ে যাওয়া হবে শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে। সেখানে দলের বিভিন্ন স্তরের কর্মীরা প্রয়াত নেতাকে শেষশ্রদ্ধা জানাবেন। বেলা ১২টায় তাঁর মৃতদেহ শিলচর শ্মশানে নিয়ে যাওয়া হবে বলে শিলচর জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আজমল হোসেন লস্কর জানিয়েছেন।
শিলচর জেলা কংগ্রেস কমিটি কর্ণেন্দু ভট্টাচার্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে৷ তাঁর বিদেহী আত্মার সদগতি কামনা করেন দলীয় নেতৃবৃন্দ। পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান সভাপতি তমালকান্তি বণিক, সহসভাপতি সুজন দত্ত ও সাধারণ সম্পাদক আজমল হোসেন লস্কর, মহিলা কংগ্রেস সভানেত্রী বিদ্যাবতী রবিদাস, শিলচর শহর কংগ্রেস সভাপতি অতনু ভট্টাচার্য, সেবাদল ইয়াং ব্রিগেড সভাপতি সুশান্ত রায়, অভিজিৎ ধর, ভাস্কর দাস, ইজাজ লস্কর প্রমুখ।