NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

কাছাড়-ডিব্রুগড়ের ১৩ মাওবাদীর আত্মসমর্পণ

ওয়েটুবরাক, ১৮ নভেম্বর : আসামে কাঞ্চনদার সহযোগী ১৩ মাওবাদী আত্মসমর্পণ করেছেন৷ জাতীয় জীবনের মূলস্রোতে ফিরে এসেছেন তাঁরা৷ রাজ্য পুলিশের স্পেশাল ডিজি জিপি সিংহ এই সংবাদ জানিয়েছেন৷ তিনি বলেন, তাঁরা কাছাড় ও ডিব্রুগড়ের বাসিন্দা৷ কাঞ্চনদার নেতৃত্ব মেনে তাঁরা তাঁর নির্দেশে বিভিন্ন এলাকায় মাওবাদী কার্যকলাপ করছিলেন৷

কাছাড়ের পুলিশ সুপার নোমল মাহাত্তা কাঞ্চনদা গ্রেফতারের দিনে বিশাল বাহিনীকে নেতৃত্ব দিলেও এ বার আত্মসমর্পণ পর্বে তাঁকে কিছু জানানো হয়নি৷ জিপি সিংহের টুইটের পর মাহাত্তা বলেন, বিষয়টি গুয়াহাটিতে ঊর্ধ্বতন কর্তারা দেখছেন৷ ফলে তিনি বিস্তৃত কিছু জানেন না৷

তবে রাজ্য পুলিশের এক বিশেষ সূত্র জানান, কাঞ্চনদার মামলা রাজ্য পুলিশের অপরাধ দমন শাখা এবং এনআইএ পৃথক ভাবে তদন্ত করে চলেছে৷ এরই মধ্যে ধরপাকড় শুরু হয়ে গিয়েছে৷ আসাম মজুরি শ্রমিক ইউনিয়নের ধরিত্রী শর্মাকেও গ্রেফতার করা হয়েছে৷ এর পরই ওই মাওবাদীরা চাপে পড়ে যান৷ পুলিশ তাদের কাছে আত্মসমর্পণের অনানুষ্ঠানিক প্রস্তাব তাঁরা এতে সায় জানিয়ে ধরা দিয়ে দেন৷ তাদের মধ্যে ৯ জনই ডিব্রুগড়ের, বাকি ৪ জন কাছাড়ের৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker