NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
দার্বি বাগানে উদ্ধার বাক্সবন্দি ১৩টি বিদেশি বানর
ওয়েটুবরাক, ১৮ অক্টোবর : কাছাড়ে আবারও উদ্ধার হলো বিরল প্রজাতির বিদেশি বন্যপ্রাণী। উদ্ধার হয়েছে তেরোটি আফ্রিকার ডি ব্রেজ্জা প্রজাতির বানর।
দার্বি চা বাগান থেকে উদ্ধার করা হয়েছে ওই বানরগুলিকে। বাগানের রাস্তার পাশে খাঁচাবন্দি অবস্থায় এদের পাওয়া যায়। স্থানীয় মানুষ বিষয়টি বাগান ম্যানেজারের নজরে আনেন। বাগান ম্যানেজার অবগত করান বন বিভাগেকে । ছুটে আসেন শিলচর সদর রেঞ্জ অফিসের বনকর্মীরা। তারা প্রাণীগুলোকে উদ্ধার করে শিলচর সদর রেঞ্জ কার্যালয়ে নিয়ে যান। বন্যপ্রাণী উদ্ধারের খবরে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায়। পশু চিকিৎসক দিয়ে প্রাণীগুলোর স্বাস্থ্য পরীক্ষার পর, এদিনই উদ্ধারকৃত বন্যপ্রাণীগুলোকে নিয়ে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছেন বনকর্মীরা। গুয়াহাটি চিড়িয়াখানা কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে এদের৷
অনুমান করা হচ্ছে, বিদেশি প্রাণীগুলো মায়ানমার হয়ে আমাদের দেশে প্রবেশের পর মিজোরামের বুসাং, অসমের হাইলাকান্দি জেলার ধলছড়া বিলাইপুর হয়ে অসমে প্রবেশ করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা প্রাণীগুলোকে দর্বি বাগানে রাস্তার পাশে ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। মাত্র ৩ দিন আগে মিজোরামের চাম্পাই পুলিশ দেড়শটি বিভিন্ন ধরনের বিদেশি বন্যপ্রাণী উদ্ধার করেছিল। সেদিন লায়লাপুর থেকে উদ্ধার হল বিদেশি ওরাঙওটাং। এবার দার্বি চা বাগান থেকে উদ্ধার হলো আফ্রিকান ডি ব্রেজ্জা প্রজাতির বানর।