NE UpdatesHappeningsBreaking News
ধস অব্যাহত, মেঘালয়ের সড়ক এড়িয়ে চলতে পূর্ব জয়ন্তিয়া পুলিশের পরামর্শLandslide continues in NH-06, people asked to be cautious & avoid travelling at night
ওয়েটুবরাক, ১৫ জুনঃ মেঘালয়ের রাস্তায় ফের ধস নেমেছে। রাত এগারোটায় পূর্ব জয়ন্তিয়া পার্বত্য জেলার পুলিশ জানিয়েছে, লুমস্নোংয়ো সারাদিন কাজ করে পুরনো ধস সরানো হয়েছিল। কিন্তু রাতে ফের পাহাড় গড়িয়ে প্রবল জলস্রোত জাতীয় সড়কের ওপর দিয়ে যা্চ্ছে। তবু কাজ চলছে। পুলিশের আর্জি, রাতে কোনও চালক বা ব্যক্তি যেন ঝুঁকি নিয়ে ওই অংশ পেরোতে না চান। তাঁদের পরামর্শ, বন্যা-ধসের সময় এই সড়কটি এড়িয়ে চললেই ভালো।
Update on NH06.
POLICE Team from Umkiang PP has been on the road delivering essential supplies to the stranded passengers on NH 06 to help them in whatever little way that we can , while the route is being cleared.@MeghalayaPolice @CMO_Meghalaya @lrbishnoiips pic.twitter.com/5a8f9YiJIG— 🇮🇳 East Jaintia Hills Police 🇮🇳 (@ejhpolice) June 15, 2022
শিলঙস্থিত আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, চেরাপুঞ্জিতে গত বুধবার চব্বিশ ঘণ্টায় ৮১১.৬মিমি বৃষ্টিপাত হয়েছে। এটি রেকর্ড। চেরাপুঞ্জির জন্য এটি ৭ম সর্বোচ্চ ২৪ ঘণ্টার বৃষ্টিপাত। ১৯৯৫ সালের ১৬ জুন সেখানে সর্বোচ্চ রেকর্ড বৃষ্টিপাত হয়েছিল, ১৫৬৩ মিমি।
IMPORTANT UPDATE AND ALERT.
Due to the continuous heavy down pour, some parts of the NH06 under Lumshnong Police Station is witnessing minor flash floods . We request travels to avoid taking this route tonight if possible.@MeghalayaPolice@CMO_Meghalaya @lrbishnoiips pic.twitter.com/wUQMprzLtr
— 🇮🇳 East Jaintia Hills Police 🇮🇳 (@ejhpolice) June 15, 2022