NE UpdatesBarak UpdatesBreaking News
ধস পড়ে সাময়িক বন্ধ সোনাপুর সড়কLandslide at Sonapur; Silchar- Guwahati road temporarily closed
ওয়ে টু বরাক প্রতিনিধি, ১৫ জুন : টানা বর্ষণে ফের ধস পড়েছে শিলচর গুয়াহাটি সড়কে। ফলে বুধবার সকাল থেকে বন্ধ হয়ে রয়েছে যান চলাচল। প্রাপ্ত খবরে জানা গেছে, বদরপুর জোয়াই সড়কের দুটি স্থানে ধস পড়েছে। এর একটি রাতাছড়ায়, এবং অন্যটি সোনাপুর গ্রামে। তবে ধস পড়ার পরই যুদ্ধকালীন পরিস্থিতিতে তা সরিয়ে সড়ক সচল করার কাজ চলছে। কিন্তু অনবরত বৃষ্টি পড়তে থাকায় কাজে ব্যাঘাত ঘটছে।
ইস্ট জয়ন্তিয়া পুলিশ জানিয়েছে, ধস সরানোর জন্য শ্রমিকদের কাজে লাগানো হয়েছে। আশা করা হচ্ছে খুব শীঘ্রই সড়ক ধসমুক্ত করে যান চলাচল স্বাভাবিক করে তোলা সম্ভব হবে। পুলিশ কর্তা জানা, বৃষ্টির মধ্যেই কাজ চলছে। তবে কাজে ভীষণ দেরি হচ্ছে।
Update on d Landslide on NH06.
Clearing work on d landslide is Underway.The road should be cleared very soon. We once again appeal to all drivers & commuters to please bear with us n be patient. For any emergency DIAL 112.@MeghalayaPolice @CMO_Meghalaya @lrbishnoiips pic.twitter.com/CWYqLsEBUx
— 🇮🇳 East Jaintia Hills Police 🇮🇳 (@ejhpolice) June 15, 2022
এ দিকে টানা বৃষ্টি ও ভূমিধসে পাহাড় লাইন গত কিছুদিন ধরে বন্ধ হয়ে রয়েছে। এ অবস্থায় বরাক উপত্যকা সহ ত্রিপুরা ও মিজোরামের মানুষের একমাত্র ভরসা এই সড়ক পথ। কিন্তু ধস পড়ে এই পথটিও বন্ধ হয়ে যাওয়ায় নতুন করে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।