Barak UpdatesHappeningsCultureBreaking News

বরাক বঙ্গের প্রতিযোগিতার ফল প্রকাশিত, পুরস্কার বিতরণ স্থগিত

ওয়েটুবরাক, ২৩ মে : রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত রবীন্দ্রসঙ্গীত ও আবৃত্তি প্রতিযোগিতার ফলাফল জানিয়েছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শিলচর শহর আঞ্চলিক সমিতি৷ সঙ্গীত প্রতিযোগিতায় ক বিভাগে প্রথম স্থান অধিকার করেছে কৌশিকী চক্রবর্তী৷ দ্বিতীয় শরণ্যা কর পুরকায়স্থ৷ তৃতীয় স্থানাধিকারী সমৃদ্ধি বিশ্বাস৷ খ বিভাগে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে ক্রমে রুদ্রাক্ষী দেবনাথ, দেবাংক চক্রবর্তী এবং ব্রতরঞ্জন শীল৷ গ বিভাগে প্রথম প্রতীক্ষা দেব৷ দ্বিতীয় তিনজন অর্কজ্যোতি নাথ, অদ্রিজা সরকার ও কৌশিকী ভট্টাচার্য৷ তৃতীয় স্থানেও তিনজন সমান নম্বর পেয়েছে৷ এরা হল হৃতপা চক্রবর্তী, অনিশা নাথ ও দৈবিক দত্তচৌধুরী৷ ঘ বিভাগে রোহিতাশ্ব চক্রবর্তী প্রথম স্থান অধিকার করেছে৷ দ্বিতীয় আদিত্য দেব এবং তৃতীয় হয়েছে বিস্ময় রায়৷

আবৃত্তি প্রতিযোগিতায় ক বিভাগে প্রথম আদভিকা দাস৷ দ্বিতীয় বিশালাক্ষী নাথ এবং তৃতীয় হয়েছে ঐশী পালিত৷ খ বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীরা হল শতাক্ষী দেব পুরকায়স্থ, অন্বেষা সেনগুপ্ত ও ঈপ্সিতা দাস৷ গ বিভাগে দুইজনকে পুরস্কৃত করা হয়েছে৷ প্রথম ঋত্বিকা দাস৷ দ্বিতীয় অচিষ্মান ভট্টাচার্য৷ রাজশ্রী দাস, সংহিতা দেব ও দিবায়ন দাস ক্রমে ঘ বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী৷

বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শিলচর শহর আঞ্চলিক সমিতির সভাপতি সব্যসাচী পুরকায়স্থ জানিয়েছেন, আগে আগামী ২৬ মে নজরুল জয়ন্তীতে পুরস্কার প্রদানের সিদ্ধান্ত হয়েছিল৷ কিন্তু বন্যার দরুন নজরুল জয়ন্তীর অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে৷ একই কারণে স্থগিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানও৷ পরবর্তী সময়ে এর দিন-তারিখ ঘোষণা করা হবে বলে সভাপতি পুরকায়স্থ জানিয়েছেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker