Barak UpdatesHappeningsBreaking News

রক্তদানেই শুরু ব্লাড ডোনারস ফোরামের দুই দশক পূর্তি অনুষ্ঠান

ওয়েটুবরাক, ১৯ মে : প্রাকৃতিক দুর্যোগের দরুন জাঁকজমক, অনুষ্ঠানাদি থেকে সরে এলেও দায়িত্বের জায়গা থেকে এক চুলও নড়েনি বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনারস ফোরাম৷ তিনদিন ব্যাপী কর্মসূচির অনেক কিছু কাটছাঁট করলেও রক্তদান পর্ব সর্বোচ্চ মর্যাদায় প্রতিপালিত হচ্ছে৷ বৃহস্পতিবার প্রথমদিনটা রক্তদানের মাধ্যমেই ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়৷ প্রতি বছর এই দিনটা রক্তদানের মধ্য দিয়েই পালন করে ফোরাম৷ দুই দশক পূর্তি বলে হয় মেগা ক্যাম্প৷ ৮ জন মহিলা সহ মোট ৭১ জন এ দিন রক্তদান করেন৷ কাছাড় ক্যানসার হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক কর্মীরা ওই রক্ত সংগ্রহ করেন৷

বৃহস্পতিবার তিনদিন ব্যাপী কর্মসূচির শুরুতেই সংগঠনের পতাকা উত্তোলন করেন দেশজোড়া রক্তদান আন্দোলনের অন্যতম নেতা, ফেডারেশন অব ব্লাড ডোনার অর্গানাইজেশনস অব ইন্ডিয়ার সম্পাদক প্রধান অপূর্বকুমার ঘোষ৷ সবাই মিলে একাদশ ভাষাশহিদের উদ্দেশে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন৷ অপূর্ব ঘোষ বলেন, যতদিন বেঁচে থাকব, ১৯ মে যেখানে থাকব, সেখানেই রক্তদান শিবির করব৷

ফোরামের পক্ষ থেকে আয়োজিত এই দিনের পুরো অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. কুমারকান্তি দাস৷ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীবমোহন পন্থ৷ অতিথিদের মধ্যে ছিলেন শিলচর মেডিক্যাল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডা. সুজিতকুমার নন্দী পুরকায়স্থ, পশ্চিমবঙ্গ সরকারের যুগ্ম সচিব গোপাল ঘোষ, পশ্চিমবঙ্গের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কাজলকৃষ্ণ বণিক, পশ্চিমবঙ্গ ফোরামের সচিব কবি ঘোষ ও সহ-সভাপতি রাজেশ বসু, কাছাড় ক্যানসার হাসপাতালের মুখ্য প্রশাসনিক অফিসার কল্যাণ চক্রবর্তী, আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চিররঞ্জন ভট্টাচার্য, প্রাক্তন বিধায়ক দিলীপকুমার পাল, ডা. অখিল পাল, ডা. তনুশ্রী দেব গুপ্ত, আইনজীবী শান্তনু নায়েক৷ ছিলেন বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনারস ফোরামের ভাইস চেয়ারম্যান মহীতোষ (আশু) পাল, ড. মনোজ পাল, জয় বরদিয়া, করুণাময় পাল, সব্যসাচী রুদ্রগুপ্ত, দেবব্রত পাল প্রমুখ৷

ফোরামের দুই দশক পূর্তি অনুষ্ঠানে সকলের উৎসাহের কেন্দ্রে ছিলেন দিল্লির রাহুল সোলাপুরকর, মাদ্রাজের এল শান্তারাম-রা৷ সোলাপুরকর এ পর্যন্ত ১৭০ বার রক্ত দিয়েছেন৷ শান্তারাম দিয়েছেন শতাধিকবার৷ ত্রিপুরা, মুম্বাই, অরুণাচল প্রদেশ প্রদেশ থেকেও এসেছেন রক্তদান আন্দোলনের সঙ্গে জড়িত বিশিষ্টজনেরা৷

উৎসাহিত উপাচার্য রাজীবমোহন পন্থ বলেন, আসাম বিশ্ববিদ্যালয়েও শীঘ্র তিনি রক্তদান শিবিরের আয়োজন করবেন৷ ডা. নন্দীপুরকায়স্থই হলেন ২০০২ সালে বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনারস ফোরামের প্রথম শিবিরের প্রথম রক্তদাতা৷ তাঁকে এ দিন অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোয় তিনি গর্ববোধ করছেন বলেই মন্তব্য করেন৷ ফোরামের প্রতিষ্ঠালগ্নের সদস্যদেরও অনুষ্ঠানে সংবর্ধনা জ্ঞাপন করা হয়৷ সংবর্ধিত হন বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা৷

তিনদিনের কর্মসূচিতে শুক্র ও শনিবার রয়েছে রক্তদান বিষয়ক সেমিনার এবং রক্তদান আন্দোলন নিয়ে নানা চর্চা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker