Barak UpdatesHappeningsBreaking News
আসাম বিশ্ববিদ্যালয়ের পারফর্মিং আর্টস বিভাগে স্বর্ণপদক পাচ্ছে অমিতা ও পহেলি
ওয়েটুবরাক, ১৩ এপ্রিল : আসাম বিশ্ববিদ্যালয়ের পারফর্মিং আর্টস বিভাগের পথচলা শুরু ২০১৭ সালে। শুরুতে চার বছরের সাম্মানিক স্নাতক পাঠক্রম নিয়ে শুরু হলেও এক বছর পর তা তিন বছরের সাম্মানিক স্নাতক পাঠক্রম হিসেবে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারক কমিটির কাছে অনুমতি পায়।
বর্তমানে পারফর্মিং আর্টস বিভাগে হিন্দুস্থানী শাস্ত্রীয় সঙ্গীত, তবলা, মণিপুরি নৃত্য এবং নাটক এই চারটি বিষয়ে শিক্ষা প্রদান করা হয়। ২০২১ সালে একই সাথে দুই বর্ষের ছাত্র ছাত্রীরা তাদের পাঠক্রম সফল ভাবে সমাপ্ত করেছে।
চার বছরের সাম্মানিক স্নাতক পাঠক্রমে অমিতা পাল প্রথম স্থান এবং সঙ্গীতা সিনহা দ্বিতীয় স্থান অর্জন করে।। অন্য দিকে, তিন বছর সাম্মানিক স্নাতক স্তরে ৮.১০ পয়েন্ট নিয়ে পহেলি পাল প্রথম স্থান এবং ৭.৯০ পয়েন্ট নিয়ে প্রিয়াঙ্কা চক্রবর্তী দ্বিতীয় স্থান অর্জন করেছে।
আসাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক দফতরের কর্মী পার্থ পালের কন্যা পহেলি পাল৷ প্রিয়াঙ্কা স্কুলশিক্ষক পার্থসারথি চক্রবর্তীর কনিষ্ঠ কন্যা। সঙ্গীতা, অমিতা এবং পহেলি পাল বর্তমানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত ভবনে স্নাতকোত্তর স্তরে মণিপুরি নৃত্যে পাঠরত। তাদের এই সাফল্যে পরিবারের সকলে খুশি।