Barak UpdatesHappeningsBreaking News
সর্বভারতীয় সিলেটি ফোরাম আয়োজিত রক্তদান শিবির
ওয়েটুবরাক, ১১ অক্টোবর : সর্বভারতীয় সিলটি ফোরাম ভার্চুয়াল জগতে সিলেটিদের একটি মিলন মেলা৷ পাশাপাশি সমাজের কাজেও অঙ্গীকারবদ্ধ এই সংস্থা। এই লক্ষ্যেই ফোরামের সদস্যদের নিয়ে গঠিত হয়েছে “সাহায্যের হাত”৷ রবিবার এর দ্বিতীয় প্রয়াস ছিল স্বেচ্ছা রক্তদান শিবির। শিলচর সিভিল হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে আয়োজিত এই শিবির পরিচালনায় সর্বভারতীয় সিলেটি ফোরামকে সহযোগিতা করে “লাইফ লাইন ফাউন্ডেশন, শিলচর”।
শুধুমাত্র রক্তদান করার জন্য ধর্মনগর, লালা, হাইলাকান্দি, করিমগঞ্জ, নুতন বাজার থেকে ফোরামের সদস্যরা শিবিরে অংশগ্রহণ করেন। মোট ১২ জন সদস্য এ দিন স্বেচ্ছায় রক্তদান করেন।
সর্বভারতীয় সিলেটি ফোরামের অ্যাডমিন রত্নদ্বীপ দাশ, ‘সাহায্যের হাত’-এর সঞ্চালিকা সুমিতা চৌধুরী, তন্ময় চক্রবর্তী, পরিতোষ ভট্টাচার্য ও লাইফ লাইন ফাউন্ডেশনের পল্লবিতা শর্মা প্রমুখ এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন।