Barak UpdatesHappenings
ট্রাইব্যুনালের রায়ে দীনেশ দাস ভারতীয়
২৩ সেপ্টেম্বর : ফরেনার্স ট্রাইব্যুনালের রায়ে অবশেষে ভারতীয় হলেন শিলচরের দীনেশ দাস। বাংলাদেশি সন্দেহে তাঁর বিরুদ্ধে বিদেশি আইন অনুযায়ী মামলা করে কাছাড়ের বর্ডার পুলিশ। এই মামলায় বলা হয়, তিনি ১৯৭১-এর পর ২৫ মার্চের পর সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন। কিন্তু তিনি এই অভিযোগের বিরুদ্ধে ফরেনার্স ট্রাইব্যুনালে অবেদন করেন। তাঁর পক্ষে আইনজীবী ছিলেন নীহার রঞ্জন দাস। দীর্ঘদিন মামলা চলার পর বৈধ নথির ভিত্তিতে গত ১৮ সেপ্টেম্বর ট্রাইব্যুনালের রায়ে তিনি ভারতীয় প্রমাণিত হন।
ট্রাইব্যুনালে নিজের স্বপক্ষে লিখিত বিবৃতি দিয়ে দীনেশ দাস জানিয়েছেন, করিমগঞ্জের রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে তাঁর বাবা ও পিতামহের নাম ১৯৬১-র ভোটার তালিকায় রয়েছে। পাশাপাশি ১৯৬৬ ও ১৯৭০-এর ভোটার তালিকায় তাঁর বাবার নাম রয়েছে। এই নাম থাকার প্রমাণপত্র হিসেবে তিনি ভোটার তালিক্স্র সার্টিফায়েড কপি পেশ করেন। তিনি আরও জানান, পরে তাঁর বাবা-মা রাতাবাড়ি থেকে শিলচর চলে এসেছিলেন। শিলচরে তাঁর মা-বাবার নাম থাকার তথ্যও তিনি তুলে ধরেছিলেন। এইসব তথ্যের ভিত্তিতে ট্রাইব্যুনাল তাঁকে ভারতীয় হিসেবে রায় দেয়।