India & World UpdatesHappeningsBreaking News
আফগানিস্তানে তালিবান শাসনই ফিরল
ওয়েটুবরাক, ১৬ আগস্ট : আফগানিস্তানের ক্ষমতা তালিবানের হাতেই গেল৷ ২০ বছর পর রবিবার ক্ষমতা হস্তান্তরে রাজি হয়ে গেল বর্তমান সরকার৷
কয়েকদিন ধরেই উত্তর থেকে দক্ষিণে একের পর প্রদেশ দখল করে কাবুলের দিকে এগিয়ে আসছিল জঙ্গিরা। বিভিন্ন প্রদেশ থেকে নিরাপত্তার খোঁজে রাজধানীতে আশ্রয় খুঁজে নিয়েছিলেন অসংখ্য মানুষ। শহরের রাস্তায়, মাঠে, তাঁবুতে দিন কাটাতে শুরু করেছিলেন তাঁরা। শনিবার রাত কার্যত বিনিদ্র কেটেছে কাবুলের। সকালে উঠেই কেউ সপরিবারে গিয়েছেন বিমানবন্দরে। ব্যাঙ্কের সামনে পড়েছে লম্বা লাইন। ভিটে ছেড়ে যাওয়ার আগে শেষ সম্বলটুকু নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন অনেকে। সকাল থেকে কাবুলের রাস্তায় প্রবল ট্র্যাফিক জ্যাম, গাড়ির ঠেলাঠেলি৷ আতঙ্কে মানুষ বেরিয়ে পড়েছিলেন। কিন্তু কোথায় যাবেন, অনেকে জানেন না৷