Barak UpdatesHappeningsBreaking News
স্বাধীনতা দিবসে পাথারকান্দি সীমান্তে বিএসএফ জওয়ানের আত্মহত্যা
ওয়েটুবরাক, ১৫ অগস্ট : সবাই যখন স্বাধীনতা দিবসের আনন্দে মশগুল, তখনই নিজের সার্ভিস রাইফেলের ট্রিগার নিজের মাথায় চেপে গুলি করলেন বিএসএফ জওয়ান৷ ঘটনা করিমগঞ্জ জেলার লাঠিটিলা বিওপির অধীনস্থ কারখানা পুতনি এলাকায়৷ সেখানকার আন্তর্জাতিক সীমান্তে তখন টহল দিচ্ছিলেন ৪২ বছরের মানবীর সিংহ৷ তাঁর বাড়ি উত্তর প্রদেশে। খবর পেয়ে কাঁঠালতলি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সঞ্জীব সিনহা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠান। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, সোমবার মাসিমপুরে কাছাড়-মিজোরাম ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারে ১৩৪ নম্বর ব্যাটেলিয়নের জওয়ান মানবীরের মৃতদেহে শ্রদ্ধা জানিয়ে হেলিকপ্টারে তা উত্তর প্রদেশের বাড়িতে নিয়ে যাওয়া হবে৷