Barak UpdatesHappeningsBreaking News

কোভিড মৃতদেহ মর্গ থেকে বুঝে নেওয়ার জন্য ৮ শিক্ষককে দায়িত্ব
8 teachers entrusted responsibility of receiving dead bodies of Covid deceased from SMCH

ওয়েটুবরাক, ২৩ এপ্রিলঃ করোনায় মৃতদের দেহ শিলচর মেডিক্যাল কলেজের মর্গ থেকে বুঝে নেওয়ার জন্য ৮জন শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে। সপ্তাহে একদিন একজনের ওই দায়িত্ব পালন করতে হবে।  তাঁরা মূলত প্রশাসনের পক্ষে প্রয়োজনীয়  কাগজপত্র তৈরি করবেন, প্রয়োজনীয় ক্ষেত্রে প্রশাসনের পক্ষে স্বাক্ষর করবেন।

জেলা দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, সাতজনের কাজকর্ম দেখভাল ও সমন্বয় রক্ষার জন্য আরও এক শিক্ষককে সংযোজক হিসেবে নিযুক্তি প্রদান করা হয়েছে। সংযোজক ছাড়া বাকিদের যার যে-দিন মৃতদেহ সংশ্লিষ্ট দায়িত্ব, সেদিন তাঁকে মূলত মৃতদেহ মর্গ থেকে গ্রহণ, অন্ত্যেষ্টির জন্য নিযুক্ত সংস্থার হাতে মৃতদেহ বুঝিয়ে দেওয়া এবং শ্মশান বা কবরস্থানে অন্ত্যেষ্টি প্রক্রিয়া শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন।  সূত্রটির দাবি, গতবারের অভিজ্ঞতায় এ বার যোগ্য ব্যক্তিদের নিযুক্ত করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker