Barak UpdatesHappeningsBreaking News
বরাকের নতুন আক্রান্ত আটজনেরই বয়স ২১-২৯ বছর
8 new COVID-19 patients of Barak in the age group of 21-29
২৬ মেঃ মঙ্গলবার বরাক উপত্যকায় যে আটজন আক্রান্ত হয়েছেন, তাঁদের সাতজন করিমগঞ্জ জেলার বাসিন্দা। অন্যজন হাইলাকান্দির ২৩ বছর বয়সী যুবক মিসবাহুর রহমান বড়ভুইয়া। করিমগঞ্জের সকলেরও বয়স ওই ২১ থেকে ২৯ বছরের মধ্যে। দিলোয়ার হোসেনের ২৪ বছর। রিবেল আহমেদ ২১ বছর। মনোজ দেবের বয়স ২৪ বছর। আউলাদ হোসেনের ২৩ বছর। আব্দুল হালিম ও হায়দর হোসেনের ২২ বছর। অজিত দে-র বয়স ২৯ বছর।
এদের মধ্যে একমাত্র হাইলাকান্দির মিসবাহুর উত্তরপ্রদেশ থেকে ফিরেছেন বলে নিশ্চিত হওয়া গিয়েছে । রিবেল, দিলোয়ার, আব্দুল ও মনোজ মুম্বাই থেকে ট্রেনে ফিরেছে৷ আউলাদ ও হায়দর চেন্নাই থেকে৷ অজিত ফিরেছে শিলঙ থেকে৷ সাতজন বিভিন্ন সরকারি কোয়রান্টাইন সেন্টারে ছিলেন। শুধু অজিত শিলঙ থেকে আসায় এবং তার শরীরে কোনও উপসর্গ না থাকায় লালারসের নমুনা পরীক্ষা করে হোম কোয়রান্টাইনে পাঠানো হয়েছিল৷