NE UpdatesBarak UpdatesHappenings
রাখাল দাশগুপ্ত প্রয়াত, শিলচরে শোক
২৩ ডিসেম্বর: বিশিষ্ট শ্রমিক নেতা, অল ইন্ডিয়া রেলওয়ে মেনস ফেডারেশনের সর্বভারতীয় সভাপতি, নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে মজদুর ইউনিয়নের দীর্ঘদিনের সাধারণ সম্পাদক রাখাল দাশগুপ্ত আর নেই৷ করোনায় আক্রান্ত হয়ে গত সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ বয়স হয়েছিল ৮৯ বছর৷ তাঁর মৃত্যুতে দেশ জুড়ে রেল কর্মচারীদের মধ্যে শোকের ছায়া পরিলক্ষিত হয়৷ এমপ্লয়িজ ইউনিয়নের শিলচর শাখা মঙ্গলবার এক শোকসভায় মিলিত হয়৷ এতে পৌরোহিত্য করেন শাখা কমিটির সভাপতি সুজন মিত্র৷ কার্যবাহী সভাপতি চিরঞ্জিত দাস, সম্পাদক কল্যাণ নাথ সহ বেশ কয়েকজন রাখালবাবুর স্মৃতিচারণ করেন৷ তাঁরা বলেন, জাতীয় পর্যায়ের নেতা হয়েও রাখালবাবু উত্তর-পূর্বের প্রতিটি শাখা কমিটির প্রত্যেককে নামে-মানুষে চিনতেন৷ প্রত্যেকের খবর রাখতেন৷ রেল নিয়ে সব ইস্যুতেই গর্জে উঠতেন৷ বেসরকারিকরণের প্রয়াসের বিরুদ্ধে তাঁর নেতৃত্বে দেশভর রেলকর্মীরা আন্দোলন করছিলেন৷ রেলকর্মীদের কাছে তিনিই ছিলেন আন্দোলনের মুখ৷ এই সঙ্কটের সময়ে তাঁর মৃত্যু রেল কর্মচারী, রেল পরিষেবার তো বটেই, সমগ্র দেশবাসীর বিরাট ক্ষতি হল বলেই মন্তব্য করেন বক্তারা৷
সভায় শ্রমিক নেতা রাখাল দাশগুপ্তের আত্মার চিরশান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়৷