Barak UpdatesHappeningsBreaking News

মে ডে-তে করোনা যোদ্ধাদের সংবর্ধনা জানাল রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়ন
Corona warriors felicitated on May Day by Railway Employees Union

১ মেঃ প্রতি বছর নানা অনুষ্ঠানে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করে নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়ন। করোনা ত্রাসে লকডাউনের দরুন এ বার মিছিল, জমায়েত সম্ভব হয়নি। তবে এ দিন এক বিশেষ কর্মসূচিতে সামিল হলেন তাঁরা। শ্রমি্ক দিবসের শ্রদ্ধা-সম্মান প্রদান করলেন একদল করোনা যোদ্ধাকে। শিলচরে রেলের যে সব ডাক্তার, প্যারামেডিক্যাল স্টাফ এবং স্যানিটারি স্টাফ রয়েছেন তাঁদের সবাইকে ইউনিয়নের পক্ষে সংবর্ধনা জানানো হয়।

Rananuj

সংবর্ধিত করা হয় আরপিএফ সহ আধা সামরিক বাহিনীর জওয়ানদের। শুক্রবার আয়োজিত এই কর্মসূচিতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি তথা শিলচর শাখার সম্পাদক কল্যাণ নাথ ও শাখার সভাপতি সুজন মিত্র। রবি বসু, ভজন সরকার, অরুণ মাহাতো, শঙ্কর নাথ, বিবেক সিং প্রমুখ কর্মকর্তা, সদস্যরাও তাতে উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker