Barak UpdatesHappeningsBreaking News

62 more tests +ve in Cachar till Wednesday evening
সন্ধ্যা পর্যন্ত রিপোর্ট, কাছাড়ে করোনা আক্রান্ত আরও 62

29 জুলাইঃ কাছাড়ে আরও 62 জন করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার সন্ধ্যা পর্যন্ত তিনটি তালিকা প্রকাশিত হয়েছে। এর মধ্যে প্রথম তালিকায় 20জন, দ্বিতীয় তালিকায় 18 জন সংক্রমিত। তৃতীয় তথা রেপিড অ্যান্টিজেন টেস্টে নাম এসেছে আরও 24জনের।

Rananuj

তালিকায় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের একজন চিকিতসক ও ফুলবাড়ি হাসপাতালের ছয়জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। স্বাস্থ্যকর্মীদের 6 জনের  মধ্যে 2জন মহিলা। এ ছাড়া, ধলছড়ার প্রথম ব্যাটেলিয়ন বিএসএফের চারজন পজিটিভ। তাঁদের মধ্যে একজন মহিলাও রয়েছেন। করোনায় সংক্রমিত হয়েছেন পয়লাপুল আসাম রাইফেলসের আরও এক জওয়ান এবং শিলচর এসপি অফিসেরও আরও একজন। বাকিরা হলেন মালুগ্রামের 2জন, তারাপুরের 5জন, ইটখলার 3জন, অম্বিকাপট্টির 2 জন এবং মাসিমপুর, দুর্গানগর সপ্তম খণ্ড, বেরেঙ্গা চতুর্থখণ্ড, পিসি হৃদয়ালয়, কুঞ্জলতা, হাসপাতাল রোড, হাইলাকান্দি রোড, সোনাই রোড, উত্তর কৃষ্ণপুর, ঘনিয়ালা, বাঁশকান্দি ও কনকপুর প্রথম খণ্ডের একজন করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker