Barak UpdatesHappeningsBreaking News
করোনায় আক্রান্ত আরও ছয়জন মারা গেলেন মেডিক্যালে6 more deaths at Silchar Medical College in last 24 hrs
১৯ আগস্টঃ করোনায় আক্রান্ত হয়ে আরও ছয়জন শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাণ হারিয়েছেন। তাঁদের তিনজন কাছাড় জেলার বাসিন্দা। একজন হাইলাকান্দির। দুইজন করিমগঞ্জের।
একমাত্র করিমগঞ্জের রঞ্জনা ভট্টাচার্য (৫১)-ই পক্ষকাল মেডিক্যালে ভর্তি থেকে মারা গিয়েছেন। বাকি সবাই মেডিক্যালে ভর্তির দুই-তিনদিনের মধ্যে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। করিমগঞ্জের কল্যাণব্রত চৌধুরী (৫০)-কে ১৪ আগস্ট রাত বারোটায় মেডিক্যালে আনা হয়েছিল। মারা গেলেন মঙ্গলবার বিকেলে।
কাছাড়ের চারজন হলেন জিসি কলেজ রোডের সীতাংশু চন্দ (৭৮), বিমলেন্দু চক্রবর্তী (৮৪) এবং রাঙ্গিরখাড়ি শিবকলোনির রতন বণিক (৬৭)। হাইলাকান্দির বিমলেন্দু রায় সোমবার রাত ৮টা ২৪ মিনিটে ভর্তি হন। কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর মৃত্যু হয়।
শিলচর মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. ভাস্কর গুপ্ত বলেন, কোনও রোগীকে বাঁচানোর জন্য তাঁরা চেষ্টার ত্রুটি করেন না। উদাহরণ হিসাবে বলেন রঞ্জনা ভট্টাচার্যের কথা৷ ৫১ বছরের ডায়াবেটিস সহ বেশ কিছু উপসর্গে ভুগছিলেন৷ তাঁকে সুস্থ করে তোলার জন্য প্লাজমাও দেওয়া হয়েছিল৷
ভাস্করবাবু জানান, শিলচর মেডিক্যাল কলেজে এ পর্যন্ত ৩০ জন করোনা আক্রান্ত প্লাজমাথেরাপি গ্রহণ করেছেন৷ এর মধ্যে ৬ জন মারা গিয়েছেন৷ ১০জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন৷ বাকিরা এখনও চিকিৎসাধীন৷