Barak UpdatesBreaking News

ফোর ডি-র কারিগরি জানিগঞ্জের কালীপুজোর আকর্ষণ
4d technology: Special attraction of Janiganj Kali Puja

৪ নভেম্বর : অন্য বছরের মতো এ বারও শিলচর শহরের জানিগঞ্জের কালীপুজো আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। মূর্তি, মণ্ডপ ও আলোকসজ্জার অতিরিক্ত এ বার মণ্ডপে থাকবে ফোর-ডির কারিগরি চমক। তবে তা দর্শনার্থীদের দেখতে হবে চশমা পরে। ক্রিকেট ম্যাচের দৃশ্য বা ড্রাগনের দাপাদাপি দেখা যাবে এই চশমা দিয়ে। পুজো কমিটির সভাপতি রাজুকুমার পালের দাবি, দর্শনার্থীদের কাছে ফোর ডি-র কারিগরি দিকটি খুব আকর্ষণীয় হয়ে উঠবে।

এ বছর জানিগঞ্জের পুজো ৪৮ বছরে পা দিয়েছে। ৬০ ফুট উচ্চতার মণ্ডপটি হবে একটি বুদ্ধ মন্দিরের আদলে। মণ্ডপ সজ্জায় রয়েছেন নবদ্বীপের নারায়ণ ঘোষ। প্রতিমাও তৈরি করছেন নবদ্বীপের পার্থ পাল। জানিগঞ্জের আলোকসজ্জা বরাবরই সবার নজর কাড়ে। এ বারও এতে নতুনত্ব থাকছে। পশ্চিমবঙ্গ থেকে আসা সঞ্জীব দাস আলোর দায়িত্বে রয়েছেন। সব মিলিয়ে মোট ৬টি আলোর তোরণ রাখা হবে।

মঙ্গলবার সন্ধ্যেয় মণ্ডপের উদ্বোধন করবেন রামকৃষ্ণ মিশনের মহারাজজি। এই পর্বে উপস্থিত থাকার জন্য মন্ত্রী, সাংসদ, বিধায়ক ও অন্যদের আমন্ত্রণ জানানো হয়েছে। অন্যান্য অনুষ্ঠানের মধ্যে মাধ্যমিক পরীক্ষার কৃতী পড়ুয়া ও দুই টেনিস খেলোয়াড়কে সংবর্ধনা জানানো হবে। থাকবে ১৬ জনের একটি দলের ভাঙড়া প্রদর্শন। অর্থের বিনিময়ে গণেশের লাড্ডু বিতরণও পুজোর আকর্ষণ হিসেবে থাকবে। উদ্যোক্তারা জানান, পুজোর ভিড় সামাল দিতে তাঁরা নিজেরাই স্বেচ্ছাসেবক নিয়োগ করবেন। রবিবার সাংবাদিক বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রশান্ত পাল, পৃথ্বীশ পাল, নন্দদুলাল সাহা প্রমুখ।

English

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker