India & World UpdatesHappeningsBreaking News
৪২ বন্দিকে সুতারকান্দি দিয়ে বাংলাদেশে ফেরত42 Bangladeshi nationals repatriated via Sutarkandi border
২ নভেম্বর: দালাল ধরে এরা বাংলাদেশ থেকে বেঙ্গালুরুতে কাজ করতে গিয়েছিলেন৷ এক বছর পরে দালাল ধরেই বাড়ি ফিরছিলেন৷ কিন্তু গুয়াহাটি রেলস্টেশনে পুলিশের হাতে ধরা পড়ে যান৷ একসঙ্গে ২৫ জন৷ এদের মধ্যে ৯ জন শিশু-মহিলা৷ বৈধ কাগজপত্র ছাড়া ভারতে অনুপ্রবেশের দরুন ২ বছর ১ মাস জেলে ছিলেন৷ সোমবার সবাইকে করিমগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানো হয়৷
করিমগঞ্জের পুলিশ সুপার ময়াঙ্ক কুমার জানিয়েছেন, এ দিন মোট ৪২ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়৷ সবাই কাগজপত্র ছাড়া ভারতে ঢুকে ধরা পড়ে জেলে ছিলেন৷ জিআরপির হাতে ধরা পড়া ২৫ জন ছাড়াও শিলচর জেলে ছিলেন ৮ জন, করিমগঞ্জে ৩ জন৷ বাকিরা এসেছেন দক্ষিণ শালমারা, শিবসাগর, শোণিতপুর, কার্বি আংলং ও ডিমা হাসাও জেলার জেল থেকে৷ কেউ
শাস্তি ভোগ করেছেন দুই বছর, কেউ তিন বছর৷ কিন্তু এ দিন সুতারকান্দি সীমান্ত পেরনোর সময় সে সব ভুলে সবাই উৎকণ্ঠায়, কখন জকিগঞ্জ পৌঁছে প্রশাসনিক কাজকর্ম সেরে বাড়ি পৌঁছাবেন!