Barak UpdatesBreaking News
হর্টিকালচার কলেজ স্থাপনে ৪০০ বিঘা জমি বরাদ্দ ডিমা হাসাওয়ে400 bigha land sanctioned for establishing Horticulture College in Dima Hasao
২৩ আগস্ট : ডিমা হাসাও জেলায় হর্টিকালচার কলেজ স্থাপনের জন্য জমি বরাদ্দ করেছে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের ভূমি ও রাজস্ব বিভাগ। ডিমা হাসাও জেলার মাইবাং মহকুমার কালাচান্দে হর্টিকালচার কলেজ স্থাপনের জন্য উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের ভূমি ও রাজস্ব বিভাগ ৪০০ বিঘা জমি বরাদ্দ করেছে।
শুক্রবার উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সিইএম দেবোলাল গারলসা আনুষ্ঠানিকভাবে ৪০০ বিঘা জমির কাগজ তুলে দেন অসম কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে। এ দিন অসম কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা প্রাক্তন উপাচার্য কোমলমালা বুজরবরুয়া, বর্তমান উপাচার্য ড. এ ভট্টাচার্য, রেজিস্ট্রার এ শইকিয়া, ডিরেক্টর অসম কৃষি বিশ্ববিদ্যালয় তথা ডিফু কৃষি বিজ্ঞান কেন্দ্রের বৈজ্ঞানিক ড. সুবল মাইবাংসার উপস্থিতিতে কালাচান্দ হর্টিকালচার কলেজ স্থাপনের জন্য জমি বরাদ্দ করেছে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের ভূমি রাজস্ব বিভাগ।