Barak UpdatesBreaking News

হর্টিকালচার কলেজ স্থাপনে ৪০০ বিঘা জমি বরাদ্দ ডিমা হাসাওয়ে
400 bigha land sanctioned for establishing Horticulture College in Dima Hasao

২৩ আগস্ট : ডিমা হাসাও জেলায় হর্টিকালচার কলেজ স্থাপনের জন্য জমি বরাদ্দ করেছে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের ভূমি ও রাজস্ব বিভাগ। ডিমা হাসাও জেলার মাইবাং মহকুমার কালাচান্দে হর্টিকালচার কলেজ স্থাপনের জন্য উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের ভূমি ও রাজস্ব বিভাগ ৪০০ বিঘা জমি বরাদ্দ করেছে।

শুক্রবার উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সিইএম দেবোলাল গারলসা আনুষ্ঠানিকভাবে ৪০০ বিঘা জমির কাগজ তুলে দেন অসম কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে। এ দিন অসম কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা প্রাক্তন উপাচার্য কোমলমালা বুজরবরুয়া, বর্তমান উপাচার্য ড. এ ভট্টাচার্য, রেজিস্ট্রার এ শইকিয়া, ডিরেক্টর অসম কৃষি বিশ্ববিদ্যালয় তথা ডিফু কৃষি বিজ্ঞান কেন্দ্রের বৈজ্ঞানিক ড. সুবল মাইবাংসার উপস্থিতিতে কালাচান্দ হর্টিকালচার কলেজ স্থাপনের জন্য জমি বরাদ্দ করেছে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের ভূমি রাজস্ব বিভাগ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker