Barak UpdatesHappeningsBreaking News
জেলা গ্রন্থাগারের পাইলিংয়ের কাজ দ্রুত শেষ করার দাবিতে ময়দানে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ
ওয়েটুবরাক, ১৮ এপ্রিল : শিলচর জেলা গ্রন্থাগার-এর নির্মীয়মাণ ভবনের কাজকর্ম সরেজমিনে তদারকি করল সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ৷ সভাপতি শেখর দেবরায়ের নেতৃত্বে এক প্রতিনিধি দল আজ সোমবার এই নির্মাণকাজের দায়িত্বে থাকা ‘গণপতি কনস্ট্রাকশন’-এর কন্ট্রাক্টর এবং পূর্ত বিভাগের কর্মকর্তা বিশ্বজিৎ সরকারের সঙ্গে বিশদ আলোচনা করেন। তাঁরা জানান, একটি মেশিনে গোলযোগ ধরা পড়ায় কিছুদিন কাজ বন্ধ ছিল৷ মেশিন সারিয়ে ১৯ এপ্রিল থেকে যথারীতি পাইলিং-এর কাজ শুরু হবে।
পরে মঞ্চের প্রতিনিধি দলটি পূর্ত বিভাগের কার্যবাহী অভিযন্তা সমীর পালের সঙ্গে দেখা করে জেলা গ্রন্থাগার ভবনের প্রথম পর্যায়ের (পাইলিং) নির্মাণ কাজ সত্ত্বর সম্পন্ন করার অনুরোধ জানায়। সমীরবাবু তাঁদের আশ্বস্ত করে বলেন, যত তাড়াতাড়ি সম্ভব প্রথম পর্যায়ের (পাইলিং) কাজ শেষ করা হবে।
প্রতিনিধি দলে ছিলেন সাধারণ সম্পাদক অজয় কুমার রায়, দুই সহ-সভাপতি সুবীর ভট্টাচার্য ও মনোজ দেব, সহ সম্পাদক অপু সূত্রধর, সহ সম্পাদক জয়দীপ চক্রবর্তী ও সক্রিয় সদস্য সমরেন্দ্র দেব ।