Barak UpdatesBreaking News
শিলচরে ৪ প্রার্থীর মনোনয়ন পেশ, রাজদীপ-দিলীপের সঙ্গে সুস্মিতা-শ্যামদেও4 candidates file nomination at Silchar, Rajdeep-Dilip-Sushmita & Shamdeo Kurmi
২৫ মার্চ : শিলচর লোকসভা আসনে দুই হেভিওয়েট প্রার্থী সোমবার মনোনয়নপত্র জমা দিলেন। কংগ্রেস ও বিজেপি দুটি দলই কর্মী ও সমর্থকদের নিয়ে বিশাল মিছিল করে এ দিন মনোনয়নপত্র জমা দিয়েছে। দুই প্রার্থীর সঙ্গেই ছিলেন জাতীয় ও আঞ্চলিক স্তরের নেতারা।
সোমবার সকালে প্রথমে কংগ্রেস ভবন থেকে দলীয় সমর্থকদের নিয়ে মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে আসেন কংগ্রেস প্রার্থী সুস্মিতা দেব। বিভিন্ন পথ পরিক্রমা করে এই মিছিল এসে দাঁড়ায় শিলচর ডাকবাংলো রোডে ক্ষুদিরাম মূর্তির সামনে। এরপর মনোনয়নপত্র জমা দিতে প্রার্থী সুস্মিতা দেবের সঙ্গে যান মহিলা কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নন্দিতা দাস, জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ দে, তিন প্রাক্তন বিধায়ক রুমি নাথ,আতাউর রহমান মাঝারভূঁইয়া ও এনামুল হক, মনিকান্ত সিনহা প্রমুখ।
এদিকে ক্ষুদিরাম মূর্তির সামনে কংগ্রেসের জমায়েতের সময়ই ক্যাপিটাল ট্রাভেলস-এর দিক থেকে মিছিল নিয়ে এগিয়ে আসেন বিজেপির কর্মী সমর্থক এবং নেতারা। এই বিশাল মিছিল থেকেই এরপর প্রার্থী রাজদীপ রায়কে নিয়ে মনোনয়নপত্র জমা দিতে ব্যারিকেড ডিঙিয়ে জেলাশাসকের কার্যালয়ে যান রাজ্যের দুই মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ও পিযুষ হাজরিকা, উত্তর প্রদেশের মন্ত্রী মহেন্দ্র সিং, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ এবং জেলা বিজেপি সভাপতি কৌশিক রাই়। কংগ্রেস ও বিজেপি দুটি দলের প্রার্থীরাই এ দিন জেলাশাসক লায়া মাদ্দুরীর হাতে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদিন এসইউসিআই প্রার্থী শ্যামদেও কুর্মীও মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র দাখিল করার সময় তার সঙ্গে ছিলেন অজয় রায়, হিল্লোল ভট্টাচার্য, ভবতোষ চক্রবর্তী, নকুল রঞ্জন পাল প্রমুখ। মনোনয়নপত্র জমা দিয়ে প্রার্থী শ্যামদেও কুর্মী বলেন, এ বার শিলচর লোকসভা আসনে অন্য কোনও বামদল প্রার্থী দেয়নি। ফলে সিপিএম, সিপিআই সব বাম দলগুলোর উচিত একমাত্র প্রার্থী হিসেবে তাকে ভোট দেওয়া। মনোনয়ন জমা দিয়েছেন নির্দল প্রার্থী দিলীপ কুমারও।
মনোনয়নপত্র জমা দিয়ে কংগ্রেস প্রার্থী সুস্মিতা দেব এ দিন বলেছেন, হিন্দু মুসলমান সহ সব শ্রেণির মানুষের ভোটই তার প্রয়োজন। তিনি মনে করেন, সবাই তাঁকে ভোট দেবেনও। বিভিন্ন প্রসঙ্গ তুলে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মিথ্যেবাদী আখ্যা দেন। সুস্মিতার কথায়, এনআরসির নামে জনগণকে হয়রানি করা, বন্ধ এইচপিসি পেপার মিল চালু করার ক্ষেত্রে একের পর এক টালবাহানা করা, ডিটেনশন ক্যাম্প গুঁড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও নতুন নতুন ক্যাম্প তৈরি করা এবং মহাসড়কের কাজ শেষ না করা ইত্যাদি বহু অভিযোগ রয়েছে সাধারণ মানুষের। তিনি আরও বলেন, বিজেপি প্রার্থী রাজদীপ রায়ের সঙ্গে যদি প্রাক্তন বিধায়ক বিমলাংশু রায়ের আশীর্বাদ থেকে থাকে, তবে তাঁর ক্ষেত্রেও প্রাক্তন মন্ত্রী সন্তোষমোহন দেবের আশীর্বাদ রয়েছে।
এদিকে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রাজদীপ রায় জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আকর্ষণে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁর কথায়, কংগ্রেসের ব্যর্থতা এবার নির্বাচনে মানুষ অবশ্যই জবাব দেবেন। নাগরিকত্ব বিল নিয়ে সুস্মিতা দেবের ভূমিকার জবাব ভোটাররা দেবেন ভোটবাক্সে। প্রসঙ্গত, বিজেপি প্রার্থীকে নিয়ে আসা মিছিলটি এ দিন শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে টাউন ক্লাবে গিয়ে জমায়েত হয়। সেখানে দলীয় পদাধিকারী ও নেতারা ভাষণ দেন।