Barak UpdatesHappeningsBreaking News
অবনমনের রহস্য আড়াল করতেই আন্দোলনকে দুষছেন উপাচার্য: এআইডিএসও
১৩ জুন: দেশের সেরা ১০০ টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় আসাম বিশ্ববিদ্যালয় স্থান না পাওয়ার কারণ হিসাবে উপাচার্য দিলীপচন্দ্র নাথ ছাত্র আন্দোলনকে দায়ী করায় এআইডিএসও তীব্র নিন্দা জানায়৷ তাঁদের কথায়, কর্তৃপক্ষের অকর্মণ্যতার জন্যই ক্রমাগত পিছিয়ে পড়ছে আসাম বিশ্ববিদ্যালয়। হোস্টেল পরিষেবা, পানীয় জল সরবরাহ, পরীক্ষার ফল সময়মতো ঘোষণা করা ইত্যাদি ন্যূনতম সুবিধা না পেয়েই ছাত্র ছাত্রীরা তাদের ন্যায়সঙ্গত দাবি পূরণে বাধ্য হয় আন্দোলন সংগঠিত করতে।
এআইডিএসওর মতে, আসাম বিশ্ববিদ্যালয়ের অবনমনের পেছনে থাকা মূল রহস্যকে আড়াল করতেই উপাচার্য ছাত্রছাত্রীদের ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছেন৷ সংগঠনের পক্ষ থেকে এব্যাপারে বরাক উপত্যকার তিন জেলার শিক্ষাবিদ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাদরদী জনসাধারণ এবং ছাত্রছাত্রীদের এগিয়ে এসে বিশ্ববিদ্যালয়কে রক্ষা করতে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার জন্য আহবান জানানো হয়েছে । এআইডিএসও সর্বাবস্থায় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বৃদ্ধির সহায়ক ও উন্নত শৈক্ষিক পরিবেশ গড়ে তোলার মতো পদক্ষেপ গ্রহণে সচেষ্ট ভূমিকা পালন করবে বলে জানিয়ে দেয়৷