India & World UpdatesAnalyticsBreaking News

36 Union Ministers to visit Kashmir in 7 days to interact with people
৭ দিনে কাশ্মীর সফরে ৩৬ কেন্দ্রীয় মন্ত্রী, কথা বলবেন জনগণের সঙ্গে

১৫ জানুয়ারি : জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের পর এ নিয়ে সাধারণ মানুষকে বোঝাতে এই প্রথম কাশ্মীর যাচ্ছেন ৩৬ জন কেন্দ্রীয় মন্ত্রীর একটি দল। আগামী ১৮ জানুয়ারি থেকে এই মন্ত্রীরা ক্রমান্বয়ে কাশ্মীর যাবেন। এজন্য ইতিমধ্যেই উপত্যকায় ৫৯টি জায়গা নির্বাচন করা হয়েছে। তাঁরা যাবেন জম্মু-কাশ্মীরের সংবেদনশীল এলাকায়ও। নির্বাচন করা ৫৯টি জায়গার মধ্যে ৫১টি জায়গা জম্মুতে। বাকি ৮টি জায়গা শ্রীনগরে। জানা গেছে, ৩৬ জন কেন্দ্রীয় মন্ত্রী কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরের বিভিন্ন জেলায় ঘুরবেন। ১৮ জানুয়ারি থেকে শুরু করে এই সফর চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্যোগেই মূলত এই সফর।

সরকারি সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষেণ রেড্ডি জম্মু-কাশ্মীরের মুখ্যসচিব বিভিআর সুব্রহ্মণ্যমকে একটি চিঠি লিখে বুধবার ৩৬ জন মন্ত্রীর কাশ্মীরের সফরের বিষয়টি জানিয়েছেন। চিঠিতে রেড্ডি লিখেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ইচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রিসভার সব সদস্য জম্মু-কাশ্মীরে যাবেন। কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরের সামগ্রিক উন্নয়নের জন্য কেন্দ্রীয় নীতি প্রণয়নের বিষয়ে তথ্য সংগ্রহ করবেন তাঁরা। কোথায় উন্নয়ন প্রয়োজন তাও খতিয়ে দেখবেন। ১৭ জানুয়ারির বৈঠকে এই সফরের চূড়ান্ত তালিকা তৈরি হয়ে যাবে।

এই সফর সূচি অনুযায়ী, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি রায়েসি জেলার কাটরা, পান্থাল যাবেন ১৯ জানুয়ারি। ওই দিনই কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল যাবেন শ্রীনগরে। রেড্ডি ২২ জানুয়ারি থাকবেন গান্ডেরবালে। ২৪ জানুয়ারি কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ যাবেন বারামুলা জেলার সোপোরে। কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিং ২০ জানুয়ারি যাবেন উধমপুরে, কিরেন রিজিজু যাবেন জম্মুর সুচেতনগরে। অন্যদের মধ্যে রয়েছেন সাধ্বী নিরঞ্জন জ্যোতি, দেবশ্রী চৌধুরী, রমেশ পোখরিয়াল, গিরিরাজ সিং, অর্জুন মুন্ডা প্রমুখ। উল্লেখ্য, গত ৫ আগস্ট জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করে কেন্দ্র। একইসঙ্গে জম্মু-কাশ্মীর ও লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker