India & World UpdatesHappeningsBreaking News

৩০ শতাংশ বেতন কর্তনের সিদ্ধান্ত তিন নির্বাচন কমিশনারেরও
3 Election Commissioners also declares 30% cut in their salaries

১৪ এপ্রিল : করোনা ভাইরাস সংক্রমণের প্রেক্ষিতে পুরো এক বছর বেতন ৩০ শতাংশ কম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশের তিন নির্বাচন কমিশনার। রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় কেবিনেট মন্ত্রী ও সাংসদদের পর এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। দেশের মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা এবং অন্য দুই নির্বাচন কমিশনার অশোক লাভাসা ও সুশীল চন্দ্র নিজেদের মধ্যে বৈঠকের পরই এ সিদ্ধান্ত নেন।

এ ব্যাপারে নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র জানান, ‘করোনা নিয়ে উদ্ভুত পরিস্থিতির জন্য তারা স্বেচ্ছায় এই বেতন কর্তনের সিদ্ধান্ত নিয়েছেন। রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এ নিয়ে উদাহরণ তৈরি করেছেন, সেই পদাঙ্ক অনুসরণ করেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’

প্রসঙ্গত, গত ৬ এপ্রিল পৌরোহিত্যে এক বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদদের ৩০ শতাংশ বেতন কর্তনের ব্যাপারে অধ্যাদেশ জারি করা হয়। ওইদিনই কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাবড়েকর সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি ও বিভিন্ন রাজ্যের রাজ্যপালরাও ৩০ শতাংশ বেতন কর্তনের সিদ্ধান্ত নিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker