Barak UpdatesSportsBreaking News

এ-ডিভিশনে খেতাব ত্রিবেণীর

১৯ জানুয়ারি : সুপার ডিভিশনে খেলার ছাড়পত্র পেল ত্রিবেণী ক্লাব। মঙ্গলবার ফাইনালে তারা হারাল ইলেভেন স্টার ক্লাবকে। ৫২ রানে। এসএম দেব স্টেডিয়ামে সুশীল চৌধুরী এবং মীরা চৌধুরী স্মৃতিতে এবার এ- ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতা করে শিলচর ডি এস এ।

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ত্রিবেণী। ৩৫ ওভারে ৯ উইকেটে ২৩৬ রান সংগ্রহ করে ত্রিবেণী। দলের পক্ষে সর্বাধিক ৮২ রান করেন কৃষ্ণেন্দু দাস। জবাবে ব্যাটিং করতে গিয়ে ইলেভেন স্টার নির্ধারিত ৩৫ ওভারে ৯ উইকেটে ১৮৪ রান করে অলআউট হয়ে যায়। সাজিদ লস্কর (৪৯) করেন সর্বাধিক রান ৷ বিপক্ষের সাহিল হুসেন লস্কর ৩১ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। বনদীপ চক্রবর্তী, দিলাল উদ্দিন, দীপঙ্কর দাস প্রত্যেকেই দখল করেন ১টি করে উইকেট। ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ও বিজেতা দলের হাতে পুরস্কার তুলে দিতে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএসএ সভাপতি বাবুল হোড়, উপ সভাপতি সুজয় দত্তরায়, সৌমেন চৌধুরী , সৌমিত্র চৌধুরী , সোমনাথ চৌধুরী ও ডা: সামসুর রহমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker