Barak UpdatesBreaking News
রবিবার ৩১ মার্চ খোলা থাকবে ব্যাঙ্ক
Banks will remain open on Sunday, 31 March

৩০ মার্চঃ ৩১ মার্চ অর্থবর্ষের শেষ দিন। কিন্তু এ দিন রবিবার থাকা সত্ত্বেও খোলা থাকবে সব ব্যাঙ্ক। এ দিন জরুরি কাজকর্মের জন্য সব রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্ককে খোলা রাখার নির্দেশিকা জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া।
এই নির্দেশিকা অনুসারে রবিবার ছুটির দিন হওয়া সত্ত্বেও ব্যাঙ্কে সব ধরনের কাজ চলবে। চেক জমা দেওয়া বা অনলাইন ব্যাঙ্কিংয়ের সব কাজকর্মও চলবে। তাছাড়া এনইএফটি বা আরটিজিএসের মাধ্যমে ব্যাঙ্কের সব শাখায় বিভিন্ন কাজ সেরে নেওয়া যাবে। নির্দেশিকায় বলা হয়েছে, সকাল ৮টা থেকে রাত ৭টা পর্যন্ত এনইএফটি-র কাজকর্ম চালু থাকবে। তবে আরটিজিএসের ক্ষেত্রে বিকেল সাড়ে চারটার পর আর কোনও সুযোগ পাওয়া যাবে না।