Barak UpdatesHappeningsBreaking News

করিমগঞ্জে জেল ভেঙে পালাল ৩ বন্দি
3 convicts escapes from Karimganj jail

চার মাসে দ্বিতীয় জেলপালানোর ঘটনা

২০ জুন: করিমগঞ্জ জেল থেকে পালিয়ে গেল ৩ কয়েদি৷ শুক্রবার রাত দুইটা নাগাদ এরা জানালা ভেঙে টিনের চালের ওপরে উঠে দেওয়াল টপকায়৷ তাদের দুইজনই মাদকাসক্ত, চুরির মামলায় অভিযুক্ত৷ করিমগঞ্জ শহরের বাসিন্দা ওয়াহিদুল আলি এর আগেও একবার ধরা পড়ে সিভিল হাসপাতাল থেকে পালিয়ে গিয়েছিল৷ তার সঙ্গী পাথারকান্দির মুস্তাক আহমেদও বেশ কয়েকবার জেলে আসে, জামিনে বেরিয়ে যায়৷ তৃতীয় জেল-পলাতক হোজাইর ফয়জুর রহমান খুনের অভিযোগে অভিযুক্ত৷ তার বিরুদ্ধে চুরির অভিযোগও রয়েছে৷

Rananuj

করিমগঞ্জ জেল সূত্রে জানা গিয়েছে, ফয়জুরকে ১০ জুন জেলে পাঠানো হয়েছিল৷ ওয়াহিদুল ও মুস্তাক আসে ১৩ তারিখে৷ সরকারি নির্দেশিকা অনুসারে তাদের ১৪ দিনের জন্য কোয়রান্টিন সেলে রাখা হয়েছিল৷ সেখান থেকেই এরা পালিয়ে যায়৷
৪ মাস আগেও করিমগঞ্জ জেল থেকে ২ কয়েদি বেরিয়ে পড়ে৷ তাদের একজন আবার বাংলাদেশি অনুপ্রবেশকারী৷ এক জেলকর্তা বলেন, অন্য কয়েদিরা তখন চিৎকার করে জেলপালানোর কথা জানালেও শরীরের ওজনের জন্য কর্তব্যরত গার্ড আতাউর রহমান ছুটতে পারেননি|

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker