Barak UpdatesHappeningsBreaking News

শিলচরে কোভিড টেস্টের দ্বিতীয় ল্যাব শীঘ্রই
2nd COVID-testing lab to come up at Silchar soon

২৬ জুলাই: কোভিড টেস্টের জন্য দ্বিতীয় ল্যাবরেটরি হচ্ছে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে৷ রাজ্য সরকারের কাছ থেকে প্রয়োজনীয় মঞ্জুরি মিলেছে৷ এখন ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর অনুমোদনের অপেক্ষা৷

দক্ষিণ অসমের ৪ জেলা জুড়ে আইসিএমআর অনুমোদিত ল্যাবরেটরি একটিই৷ শিলচর মেডিক্যাল কলেজের ওই ল্যাবে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর থেকেও কখনও নমুনা পাঠানো হয়৷ কলেজের উপাধ্যক্ষ ভাস্কর গুপ্ত জানান, ১ হাজার নমুনা সংগ্রহ করা হলে পরীক্ষা হয়েছে ৯০০টি৷ এ ভাবে প্রতিদিন কিছু বাকি থাকায় রিপোর্ট পাওয়া পিছিয়ে যাচ্ছে৷ তাঁর আশা, আইসিএমআর-এর অনুমোদন পেয়ে গেলে মেশিন কিনে দ্রুত দ্বিতীয় ল্যাব চালু করা যাবে৷ তখন নমুনা সংগ্রহের দিনই পজিটিভকে শনাক্ত করা যাবে৷ তাতে কিছুটা হলেও সংক্রমণ কমবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker