Barak UpdatesBreaking News

সহচরীতে দুই হাজার টাকার কেনাকাটায় এক কেজি পেঁয়াজ বিনামূল্যে
With any purchase of Rs.2000, 1 kg onion given free in a shop at Karimganj

৫ ডিসেম্বরঃ পেঁয়াজের জন্য ভিড় বাড়ে আজ সহচরী নামে করিমগঞ্জের সমবায় বিপণীতে। বড় করে বোর্ডে লেখা, এককেজি পেঁয়াজ বিনামূল্যে। একটাই শর্ত, এর আগে আপনাকে শুধু ২ হাজার টাকার সামগ্রী কিনতে হবে। তা জেনেবুঝেই সবাই আজ সহচরী-মুখো। গ্রাহকদের কথায়, আজকের দিনে করিমগঞ্জের বাজারে এককেজি পেঁয়াজের মূল্য ১২০ টাকা। ফলে অফার মন্দ নয়। এ ছাড়া, মাসের প্রথম সপ্তাহে এমনিতেও ঘরসংসারের বাজার করতেই হয়। ২ হাজার টাকার কম হয় না। ১ কেজি পেঁয়াজ অতিরিক্ত হিসেবে পেলে মন্দ নয়। এর ওপর এ সময়ে পেঁয়াজ বলে কথা।

সহচরীর চেয়ারম্যান সুব্রত দেব বলেন, তাদের সমবায় সমিতির দুইটি শাখা রয়েছে। করিমগঞ্জ ও পাথারকান্দিতে। দুই শাখাতেই গ্রাহকরা পেঁয়াজের অফারকে ভালভাবে গ্রহণ করেছেন। তবে ৪ হাজার টাকার জিনিস কিনলে যে ২ কিলো পেঁয়াজ মিলবে না, তা স্পষ্ট করে দিয়েছেন তিনি।

সুব্রতবাবুর দাবি,  প্রথম দিনে ৫০০ পরিবারকে ৫০০ কিলো পেঁয়াজ উপহার দেওয়া হয়েছে। যতদিন পেঁয়াজের সঙ্কট কাটবে না, ততদিন এই অফার থাকবে বলে তিনি জানিয়ে দেন।

চার বছর আগে একবার পেঁয়াজের দাম ৮০ টাকা কিলোগ্রাম হলে সর্বত্র হাহাকার পড়ে যায়। সহচরী তখন ৫০ টাকা কিলো দরে বিক্রি করে সবাইকে চমকে দিয়েছিল। সুব্রতবাবুর কথায়, সে সময় তাদের জন্যই কালোবাজারি মাথাচাড়া দিতে পারেনি। এ বারও একই লক্ষ্যে তারা পেঁয়াজ রেখেছেন অফার হিসেবে। এর বদলে ১২০ টাকা ছাড় দিয়ে দিলে কালোবাজারির লাগাম টানা যেত না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker