Barak UpdatesHappenings

থাইল্যান্ড মাগুর, বিগ হেড মাছ পালন না করতে বলল সরকার

 ২১ এপ্রিল : থাইল্যান্ড মাগুর, বিগ হেড জাতীয় বিদেশি মাছসমূহ প্রজনন বা পালন করবেন না, অন্যথায় কুফল  ভুগতে হবে l কাছাড়ের জেলা মৎস্য আধিকারিক এই নির্দেশ জারি করেছেন৷ কারণ হিসাবে উল্লেখ করেন, এই জাতীয় মাছ প্রাকৃতিক জলাশয়ে প্রবেশ করলে স্থানীয় মাছ লোপ পেতে পারে l জেলার মৎস্য সংরক্ষণ এবং মৎস্য উৎপাদনের ক্ষেত্রে স্বাবলম্বী হওয়ার জন্যই এই নির্দেশিকা পালন জরুরি বলে তিনি মন্তব্য করেন৷

Rananuj

ওই নির্দেশিকার উল্লেখ করে শিলচর জনসংযোগের প্রেসবার্তায় জানানো হয়েছে, ১ এপ্রিল থেকে ১৫ জুলাই পর্যন্ত ৭ থেকে ১৪ সেন্টিমিটারের কম বর্গের বেড়জাল, মহাজাল , ইত্যাদি কোন ঘোষিত মীন মহালে ব্যবহার করা নিষেধ l এক থেকে দুই সেন্টিমিটার বর্গের যে কোনও মশারি জাল বছরের যে কোনও সময়ই ব্যবহার করা নিষেধ l ১ এপ্রিল থেকে ১৫ জুলাই পর্যন্ত মাছের প্রজনন ঋতু সময়ে রুই, কাতলা, মৃগেল, চিতল, গনিয়া, কালিয়ারা জাতীয় মাছের ডিম বা শুক্রযুক্ত গাভীন মাছ মীন মহালে ধরা নিষেধ l ১ আগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত উক্ত মাছগুলি ১০ সেন্টিমিটার দৈর্ঘ্যের কম পোনা খাবার বা বিক্রির জন্য নিষেধ l

এগুলি শুধুমাত্র মীন পালনের ক্ষেত্রে শিথিলযোগ্য হতে পারে l উক্ত দৈর্ঘ্যের মাছ জালে ধরা পড়লে জ্যান্ত অবস্থায় মীন মহালে ছাড়তে হবে অথবা মীন বিভাগে সময়ে সময়ে জোগান দিতে হবে l  ১ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত কোনও নদী, বিল বা মীন মহালে সাত বর্গ সেন্টিমিটার এর কোনও মাছ বাঁশের তৈরি সরঞ্জাম দিয়ে ধরা নিষেধ l এই আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভারতীয় মীন আইন ১ নং ধারা মতে গ্রেফতার তথা শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker