NE UpdatesHappeningsBreaking News
দুই কর্মী আক্রান্ত, রাজভবন ও সংলগ্ন এলাকা কনটেনমেন্ট জোন2 staff tests +ve, Guwahati Raj Bhawan declared Containment Zone
৪ জুলাই : দুই কর্মীর দেহে সংক্রমণ ধরা পড়ায় রাজ্যপালের বাসভবন ‘রাজভবন’ ও সংলগ্ন এলাকাকে কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে কামরূপ মেট্রো জেলা প্রশাসন। জেলাশাসক বিশ্বজিৎ পেগু এ খবর জানিয়েছেন। এই দুই কর্মী হলেন সাইদুর রহমান ও হরিচরণ দত্ত। এছাড়াও কামরূপ মেট্রো জেলার জনসংযোগ আধিকারিক রতন সৌদ ও অতিরিক্ত জেলাশাসক চিন্ময় নাথও ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
গত কয়েকদিনের মধ্যে হঠাত করেই রাজধানীতে প্রবল সংক্রমণ শুরু হয়েছে। এর মধ্যে বেশির ভাগেরই ভ্রমণের তথ্য নেই। ২৮ জুন গুয়াহাটিতে ১৯৫ জন আক্রান্ত হন। ২৯ জুন ১৭২ জন, ৩০ জুন ৩৮০ জন, ১ জুলাই ৩৭৮ জন, ২ জুলাই ২৩৮ জন, ৩ জুলাই ১৩৪ জন আক্রান্ত হয়েছেন।
উল্লেখ্য, রাজ্যপাল জগদীশ মুখি লকডাউনের নীতি নির্দেশিকা লঙ্ঘন করে বিটিএডি সফরে গিয়েছেন বলে বিরোধীরা প্রশ্ন তুলেছিলেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় রাজ্যপাল ১৯ মে কোকরাঝাড় ও ২৭ মে ওদালগুড়ি সফরে গিয়েছিলেন। এজন্য প্রতিবাদ মুখর হয়েছিলেন রাজ্যসভা সাংসদ বিশ্বজিৎ দৈমারি।