Barak UpdatesHappeningsBreaking News
করিমগঞ্জের দুই আক্রান্তও শিলচরে কোয়রান্টাইনে2 new COVID-19 patients of Karimganj were at quarantine facility in Silchar
2 new positive patients will now be taken at SMCH
19 মেঃ বরাক উপত্যকায় আরও দুইজন করোনায় সংক্রমিত হলেন৷ তাদের বাড়ি করিমগঞ্জ জেলায়৷ ফলে ওই জেলায় মোট সংক্রমিতের সংখ্যা পাঁচ৷ তাঁদের মধ্যে দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন৷ কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার যে দুইজনের দেহে সংক্রমণ নিশ্চিত হয়েছে, করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগরের বালিরবন্দ গ্রামের দুই যুবক শাহিনুল হক ও সামসুল হক মুম্বই থেকে শিলচরে আসেন৷ সোমবার গাড়ি চেপে এরা শিলচর আইএসবিটিতে এসে নামলে তাদের লালারস সংগ্রহ করে শিলচর সোনাই রোডের এক হোটেলে কোয়রান্টাইন করা হয়েছিল৷ এখন ২৪-২৫ বছর বয়সী ওই যুবক দুজনকে হোটেল থেকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড ওয়ার্ডে নিয়ে যাওয়ার তোড়জোর চলছে৷
শিলচর মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. ভাস্কর গুপ্ত জানান, হটস্পট এলাকা থেকেও মানুষ আসছেন৷ ফলে যে কোনও সময় সংখ্যা অনেকটা বেড়ে যেতে পারে৷
Dr. Bhaskar Gupta, Vice principal of SMCH said that as many persons are also coming from hotspots, so at any time there may be a surge in the number of coronavirus patients.