Barak UpdatesBreaking News

শিলচরে ৩-৪ সেপ্টেম্বর প্রতিবন্ধী শনাক্ত শিবির
2-day Disability Screening Camp on 3-4 September at Silchar

২৩ আগস্টঃ আগামী ৩ ও ৪ সেপ্টেম্বর শিলচরে বড় মাপের এক প্রতিবন্ধী শনাক্তকরণ শিবিরের আয়োজন করা হয়েছে। এনজিও সক্ষম-এর সহায়তায় এই শিবির করছে ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিজেবিলিটিজ। কলকাতাস্থিত ভারত সরকারের এই সংস্থাকে শিলচরে শিবির করার অনুরোধ জানিয়েছিলেন সক্ষম-এর সচিব মিঠুন রায়। এরই জবাবে ইনচার্জ এ পাত্র স্থানীয় সমাজ কল্যাণ অফিসার, বিডিও, চিফ মেডিক্যাল অফিসার ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে এগিয়ে যেতে তাঁকে পরামর্শ দেন।

প্রতিবন্ধীদের শিবিরটি হবে সোনাবাড়িঘাটের ময়নুল হক চৌধুরী হায়ার সেকেন্ডারি স্কুলে। সেখানে যাওয়ার সময় প্রতিবন্ধীদের ২ কপি ছবি, বসবাসের ঠিকানা, ডিজেবিলিটি সার্টিফিকেট এবং ইনকাম সার্টিফিকেট নিয়ে যেতে বলা হয়েছে। তবে পরবর্তী সময়ে কৃত্রিম অঙ্গ বা অন্য কোনও সহায়ক সামগ্রী প্রদান করা হলে যাদের মাসিক আয় ২০ হাজারের বেশি, তাদের কোনও ছাড়ের সুবিধে মিলবে না। ১৫ থেকে ২০ হাজারের মধ্যে থাকলে কৃত্রিম অঙ্গের মূল্যের ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে। আর তা ১৫ হাজারের নীচে হলে কোনও টাকা-পয়সা খরচ করতে হবে না। তাদের বিনা মাশুলে কৃত্রিম অঙ্গ প্রদান করা হবে। তবে তিন বছরের মধ্যে কোনও সংস্থা থেকে এই ধরনের সুবিধে পেলে এ বার আর মিলবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker