NE UpdatesHappeningsBreaking News
মেঘালয়ের করোনা আক্রান্ত চিকিৎসকের মৃত্যু1st COVID-19 patient dies in Meghalaya
১৫ এপ্রিল: মেঘালয়ের করোনা আক্রান্ত চিকিৎসককে সুস্থ করে তোলা গেল না৷ মঙ্গলবার রাত ২টা ৪৫ মিনিটে শেষনি:শ্বাস ত্যাগ করেন তিনি৷ মুখ্যমন্ত্রী কনরাড সাংমা নিজের টুইটার হ্যান্ডেলে এই খবর দিয়েছেন| তিনি পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান৷
I am deeply saddened to inform that the first #COVID19 positive patient in Meghalaya passed away this morning at 2:45 am. My heartfelt condolences to his family and loved ones. May his soul rest in peace.
— Conrad Sangma (@SangmaConrad) April 15, 2020
৬৯ বছর বয়সী এই চিকিৎসকই মেঘালয়ের প্রথম করোনা সংক্রামিত৷ সোমবার রাতে তাঁর দেহে এই সংক্রমণ ধরা পড়ে৷ তবে তিনি কোনও করোনা রোগীর চিকিৎসা করেননি৷ এমনকী, বেশ কিছুদিনের মধ্যে তিনি মেঘালয়ের বাইরেও যাননি৷ ফলে কোথা থেকে তাঁর দেহে এই ভাইরাস বাসা বাঁধল, সেটাই বড় প্রশ্ন৷