India & World UpdatesHappeningsBreaking News
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র তালিকায় সুস্মিতা দেব
ওয়েটুবরাক, ২৬ নভেম্বর: তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতিতে এবার পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে নেওয়া হয়েছে। সঙ্গে মানস ভুইঁয়া, মালা রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং জাভেদ খানও। সোমবার কালীঘাটে অনুষ্ঠিত জাতীয় কর্ম সমিতির বৈঠকে বিভিন্ন কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়েছে। সর্বভারতীয় মুখপাত্র হিসেবে পাঁচজনকে দায়িত্ব দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যসভার সদস্য তথা শিলচরের নেত্রী সুস্মিতা দেবকে গুরুত্ব সহ ওই পাঁচ জনের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যরা হলেন ডেরেক ও’ব্রায়েন, কাকলি ঘোষদস্তিদার, কীর্তি আজাদ ও সাগরিকা ঘোষ।
দলের জাতীয় কর্ম সমিতির সঙ্গে জড়িত রাখার জন্য সাংসদ সুস্মিতা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।