Barak UpdatesHappeningsBreaking News

উত্তর কৃষ্ণপুরে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রের মৃত্যু

ওয়েটুবরাক, ৩১ অক্টোবর : মঙ্গলবার সকালে সোনাই রোডের উত্তর কৃষ্ণপুরে এক মর্মান্তিক দুর্ঘটনায় পিতা-পুত্রের মৃত্যু হয়। অটো এবং এলপিজি সিলিন্ডারবাহী লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন অটোচালক প্রবীণ সিংহ ও তাঁর পিতা কুঞ্জমণি সিংহ৷ সোনাইর ঝরাগুলে তাঁদের বাড়ি৷ দুর্ঘটনার পর লরিচালক পালিয়ে যান৷ লরিটি ফাঁকা এলপিজি সিলিন্ডার নিয়ে আইজল থেকে রওয়ানা হলেও বেশ কিছু সিলিন্ডার কেটে ভেতরে মদের বোতল রাখা ছিল৷

Rananuj

ঘটনার বিবরণে জানা যায়, খুড়তুতো ভাইকে রেলস্টেশনে পৌঁছে দিতে প্রবীণ নিজের অটো নিয়ে বেরিয়েছিলেন৷ ভোরে একা ফিরবেন বলে তাঁর বাবা অবসরপ্রাপ্ত সেনাকর্মী কুঞ্জমণি সিংহও সঙ্গে যান৷ রেলস্টেশন থেকে ফেরার সময় সকাল সাতটা নাগাদ সোনাই রোডে প্রেসিডেন্সি গার্লস হোস্টেলের সামনে এই দুর্ঘটনা ঘটে৷ দ্রুতবেগে আসা লরিটি অটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাঁধে৷ ঘটনাস্থলে পিতাপুত্রের মৃত্যু হয়৷

পুলিশ গিয়ে মৃতদেহ মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়৷ লরিটি বাজেয়াপ্ত করে৷ তল্লাশিতে ধরা পড়ে, চারটি সিলিন্ডারে গ্যাস রয়েছে৷ বাকিগুলি ফাঁকা৷ ফাঁকা সিলিন্ডারগুলির মধ্যে চারটি কেটে ভেতরে বড় সাইজের মদের বোতল রাখা৷ আলাদা এক কার্টুন মদের বোতলও পাওয়া গিয়েছে লরিতে৷

দুর্ঘটনায় পিতা-পুত্রের প্রাণহানি এবং এলপিজি সিলিন্ডার বাহী গাড়িতে মদ পাচারের ঘটনায় এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করেন৷ বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর ঘটনাস্থলে গিয়ে প্রয়াত পিতা-পুত্রের প্রতি শ্রদ্ধা জানান৷ তিনি ভয়াবহ এই দুর্ঘটনা ছাড়াও মদ পাচারের ঘটনার পৃথক তদন্ত দাবি করেন৷

এ দিকে, স্বামী ও পুত্রের মৃত্যুর কথা শুনে জ্ঞান হারান কুঞ্জমোহনের স্ত্রী৷ তিনিও বর্তমানে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker