Barak UpdatesHappeningsSportsBreaking News

বৃহস্পতিবার থেকে শিলচরে রাজ্য টেবিল টেনিসের আসর

ওয়েটুবরাক, ২ আগস্ট : অল আসাম রেঙ্কিং টেবিল টেনিস প্রতিযোগিতার আয়োজন করেছে শিলচর জেলা ক্রীড়া সংস্থা৷ আগামী বৃহস্পতিবার এই টেবিল টেনিসের আসর শুরু হবে৷ এই উপলক্ষে সে দিন সকাল ৮টায় শোভাযাত্রা বেরোবে৷ ডিএসএ থেকে শোভাযাত্রার সূচনা হবে৷ ইন্ডিয়া ক্লাবের ইন্ডোর স্টেডিয়ামে গিয়ে শেষ হবে৷ সেখানেই বসবে চারদিনের প্রতিযোগিতার আসর৷ সকাল নয়টায় শুরু হবে প্রতিযোগিতার উদ্বোধনী পর্ব৷ তাতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও জেলাশাসক রোহনকুমার ঝা৷

Rananuj

শিবব্রত দত্ত-অতনু ভট্টাচার্য শিলচর জেলা ক্রীড়া সংস্থার দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁদের প্রথম প্রতিযোগিতার আয়োজন৷ তাতে রাজ্যের ১৫ জেলার সাড়ে তিনশো প্রতিযোগী অংশ নেবে৷ খেলা হবে অনূর্ধ্ব ১১, ১৩, ১৫, ১৭, ১৯ এবং ওপেন বিভাগে৷

সভাপতি শিবব্রত দত্ত ও সম্পাদক অতনু ভট্টাচার্য বলেন, টেবিল টেনিসের রেঙ্কিং নির্ণয় শিলচরে এই প্রথমবারের মতো হচ্ছে৷

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker