India & World UpdatesHappeningsBreaking News
ট্রলারডুবি: ১৬ রোহিঙ্গার দেহ উদ্ধার, নিখোঁজ ৫০15 dead, 50 missing as trawler carrying Rohingyas capsizes in Bay of Bengal
১২ ফেব্রুয়ারি: বঙ্গোপসাগরে ট্রলারডুবি হয়ে মারা গিয়েছেন বাংলাদেশের শরণার্থী শিবিরের ১৬ জন রোহিঙ্গা। নিখোঁজ অন্তত ৫০ জন।উপকূলরক্ষীদের ধারণা, এঁদের সকলেরই মৃত্যু হয়েছে। বাংলাদেশের সেন্ট মার্টিনের স্টেশন ইনচার্জ নইমুল হক জানিয়েছেন, অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার জন্য সোমবার গভীর রাতে টেকনাফের নোয়াখালি পাড়া থেকে দু’টি ট্রলার সমুদ্রযাত্রা করে।
সেন্ট মার্টিন দ্বীপ থেকে ১০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভিড়ে ঠাসা ট্রলার দুটির একটি গভীর সমুদ্রে কাত হয়ে ডুবতে শুরু করে। ওই এলাকায় মাছ ধরা জেলেরা বিষয়টি জানালে উপকূলরক্ষীরা উদ্ধার অভিযানে নামে। সহযোগিতায় এগিয়ে আসে নৌবাহিনীর জাহাজ দুর্জয়। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন জানান, বিমানবাহিনীর দু’টি হেলিকপ্টারও কাজে লেগেছে। ডুবে যাওয়া ট্রলারটিতে ১৩৮জন ছিলেন৷