Barak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
বাইক চালিয়েই করিমগঞ্জে বাংলাদেশি যুবক, নিখোঁজ, চাঞ্চল্য
পাসপোর্ট-ভিসা নিয়ে করিমগঞ্জ স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশের সময় গেটের পর গেটে তল্লাশি চালানো হয়, দিতে হয় নানা প্রশ্নের জবাব। ওই বাইকচালক কী করে তিন গেট পেরিয়ে গেল। বিএসএফ-র ডিআইজি পিসি মিনা জানান, বুধবার এক বন্দি প্রত্যর্পণ হয়। তাকে নিতে বাংলাদেশের একটি ই-রিকশা গেট পেরিয়ে এসেছিল। তার পেছনেই ছিল মোটর সাইকেলটি। কর্তব্যরত জওয়ানরা ভেবেছিলেন, ই-রিকশার সঙ্গেই এসেছে সে। কিন্তু ই-রিকশাটি থামলেও বাইক আচমকা গতি বাড়িয়ে খোলা গেট পেয়ে এগিয়ে যায়। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ সুপার সীমান্তে ছুটে যান। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখেন। জেলা জুড়ে থানা, ফাঁড়িগুলিতে সতর্ক করে দেন। শেষে চালকবিহীন বাইকটি উদ্ধার হয়।
বৃহস্পতিবার বিএসএফ-বিজিবি কমান্ড্যান্ট পর্যায়ের ফ্ল্যাগ মিটিং হয়। বাংলাদেশের শেওলায় আয়োজিত বৈঠকে দুই দেশের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয়। বাইকচালকের হদিশ বের করতে বিএসএফ বিজিবির সাহায্য চায়।
ডিআইজি মিনা করিমগঞ্জ ল্যান্ড পোর্ট অথরিটিকেও দোষারোপ করেন। বলেন, জাতীয় নিরাপত্তার চেয়ে বাণিজ্যকেই এরা বেশি গুরুত্ব দেয়। যখন-তখন দুইদিকের গাড়ি যাতায়াতের সুযোগ দেয়। কিন্তু পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা নেই, নেই উপযুক্ত ব্যারিয়ার। সে সবের জন্য বিএসএফ-কে হিমসিম খেতে হয়।