NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

সোশ্যাল মিডিয়ায় তালিবানকে সমর্থন করে আসামের ১৪ যুবক গ্রেফতার
14 arrested in Assam including 4 from Barak for pro-Taliban comments in social media

২১ আগস্ট : সোশ্যাল মিডিয়ায় তালিবানকে সমর্থন করে বিপাকে পড়েছে আসামের বহু যুবক। এ বার এক এক করে তাদের গ্রেফতার করছে আসাম পুলিশ। পুলিশ ইতিমধ্যে ১৭টি পোস্ট শনাক্ত করেছে। এই পোস্ট থেকে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট গুলোও পুলিশের নজরে এসেছে। এই পোস্টগুলো থেকে পাওয়া সূত্র ধরে পুলিশ মোট ১৪ যুবককে গ্রেফতার করেছে। আরও বাকি অ্যাকাউন্ট হোল্ডারদের শনাক্ত করার সম্ভাবনা রয়েছে।

জানা গেছে, পুলিশ ইতিমধ্যে মওলানা ফাজুল করিম, আবু বক্কর সিদ্দিকী, সইদুল হক, জাবেদ মজুমদার, মজিদুল ইসলাম, ফারুক হোসেন খান, সৈয়দ আহমেদ, আরমান হোসেন, নাদিম আখতার, খন্দকার নুর আলম, মওলানা ইয়াসিন খান, মওলানা বশির উদ্দিন লস্কর, মুজিব উদ্দিন, মরতুজা হোসেন খান নামের কয়েকজনকে তালিবানকে সমর্থন করে পোস্ট দেওয়ার জন্য গ্রেফতার করেছে।

এদের মধ্যে জাবেদ মজুমদারকে কাছাড় থেকে গ্রেফতার করা হয়। নাদিম আখতারকে হাইলাকান্দি থেকে গ্রেফতার করা হয়। করিমগঞ্জ থেকে আটক করা হয়েছে মুজিব উদ্দিন ও মরতুজা হোসেন খানকে। বাকিদের অন্যান্য জেলা থেকে পুলিশ আটক করেছে।

জানা গেছে, আসাম পুলিশ অন্য অ্যাকাউন্ট গুলোতেও কড়া নজর রেখেছে। আসাম পুলিশের অতিরিক্ত সঞ্চালক প্রধান জিপি সিং এক টুইট যোগে এই ১৪ জনকে গ্রেফতারের খবর জানিয়েছেন। তিনি রাজ্যের জনগণকে এ ধরনের পোস্ট ও লাইক করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker