Barak UpdatesHappeningsBreaking News
পুর নির্বাচনে লড়বে ফোরাম ফর সোশ্যাল হারমনি
ওয়েটুবরাক, ১২ ডিসেম্বর: ফোরাম ফর সোশ্যাল হারমনি আসন্ন পুর নিগম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। বৃহস্পতিবার এক বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। একজন প্রার্থীর নামও ঘোষণা করা হয় এ দিন। শিলচর ২১ নং ওয়ার্ড (প্রাক্তন ২৫ নং) থেকে ফোরামের প্রতিনিধি হিসাবে ওই ওয়ার্ডের বাসিন্দা, কোরাস ও নারীমুক্তি সংস্থার অন্যতম ব্যক্তিত্ব স্নিগ্ধা নাথ প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ফোরাম ফর সোশ্যাল হারমনি অন্যান্য প্রগতিশীল সামাজিক সংগঠনগুলোর সাথে মিলে একটি বিকল্প তৈরীর অবস্থানে সচেষ্ট থাকবে বলে জানানো হয়।
বিজেপি দল নিয়ন্ত্রিত ও নীহারেন্দ্র নারায়ণ ঠাকুর পরিচালিত বিগত পুরসভার দুর্ভোগ সব শহুরে নাগরিকদের কাছে এখনো দৃষ্টান্ত স্বরূপ।
এর থেকে মুক্তির পথ খুঁজতে ফোরাম ফর সোশ্যাল হারমনি সঙ্কল্পবদ্ধ বলে জোরগলায় দাবি করেছেন ফোরাম নেতা অরিন্দম দেব।