NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

অসমে ১২০টি লকডাউন ভাঙার ঘটনা, তিনজনকে জেলে
120 instances of disobeying lockdown in Assam, 3 arrested

২৮ মার্চ : আসামে একের পর এক লকডাউন ভাঙার ঘটনা ঘটে যাচ্ছে। শনিবার এ-সংক্রান্ত তিনজনকে জেলে পাঠানো হয়েছে। প্রাপ্ত তথ্য অনুসারে, আসামে এ পর্যন্ত ১২০টি লকডাউন ভাঙার ঘটনা ঘটেছে। এ নিয়ে মামলা দায়ের করা হয়েছে ১৪০টি।

Rananuj

Video Credit: FB post of Probal Deb

লকডাউন ভাঙার ঘটনায় পুলিশ এ পর্যন্ত মোট ২৭৬ জনকে গ্রেফতার করেছে।তবে এর মধ্যে ১৫০ জনকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। লকডাউন ভেঙে রাস্তায় বেরোনোর জন্য এ পর্যন্ত মোট ৪৬০টি যানবাহন জব্দ করা হয়েছে। এই গাড়িগুলোর মধ্যে রয়েছে ৩৮৪টি দ্বিচক্রযান এবং ৭৬টি চার চাকার গাড়ি। লকডাউন ভাঙার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে এ পর্যন্ত ২ লক্ষ ২০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

উল্লেখ্য বিশ্বজুড়ে করোনা ভাইরাস সংক্রমণের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সারা দেশে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন। রাজ্য ও জেলা প্রশাসনের পক্ষ থেকে নানাভাবে জনগণকে লকডাউনে বাড়িতে থাকার অনুরোধ জানানো হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও একাংশ লোক কোনও প্রয়োজন ছাড়া রাস্তায় বেরিয়ে পড়ায় সংক্রমণের ঝুঁকি বাড়ছে। এর প্রেক্ষিতে পুলিশ ও নিরাপত্তা রক্ষীরা রাস্তায় বেরোনো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker